শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার আসামী লাকির মৃত্যু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২২ অনলাইন ডেস্ক : ২০০২ সালের ৩০ আগষ্ট সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামী জাভিদ রায়হান লাকির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত একটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জাভিদ রায়হান লাকি (৪৫) সাতক্ষীরার কলারোয়া পৌরসভার তুলসীডাঙা গ্রামের ছিদ্দিক রায়হানের ছেলে। সাতক্ষীরা জেলা কারাগারের জেলর মামুনুর রশিদ জানান, ২০০২ সালের ৩০ আগষ্ট সাতক্ষীরার কলারোয়ায় তৎকালিন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় গত বছরের ৪ ফেব্রুয়ারি সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম আদালত জাভিদ রায়হান লাকিকে চার বছর সশ্রম কারাদণ্ড দেয়। ওই মামলায় তিনি কাগারে ছিলেন। গত এক বছরে শারীরিক অসুস্থতার কারণে তাকে দুই বার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ গত ২৪ আগষ্ট তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত একটার দিকে তিনি মারা যান। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ মানস কুমার মণ্ডল জানান, জাভিদ রায়হান লাকি ইতিপূর্বে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। গত ২৪ আগষ্ট তিনি কারাগারে আবারো হৃদরোগে আক্রান্ত হলে তাকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া তিনি নিউমোনিয়া, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। শুক্রবার দিবাগত রাত একটার দিকে তিনি চিৎিসাধীন অবস্থায় মারা যান। প্রসঙ্গত, এ মামলার সাজাপ্রাপ্ত দুই চোখ অন্ধ আসামী কলারোয়া উপজেলার ঝিকরা গ্রামের মাহাবুবর রহমান সাবু কারাগারে থাকাকার্লিন হৃদেেরাগে আক্রান্ত হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎস্ধাীন অবস্থায় মারা যান। বাংলাদেশের সুপ্রিম কোর্টের অতিরিক্ত এটর্ণি জেনারেল এসএম মুনির চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিআর গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত ও বিচারাধীন অপর দুটি মামলার আসামী জাভিদ রায়হান লাকির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। Share this:FacebookX Related posts: চিতলমারীতে ক্রয়কৃত জমিতে গৃহ নির্মাণে হামলা, আহত চার চিতলমারীতে নারী সাংবাদিকের পরিবারে হামলা, আহত ৫ শেখ হাসিনার গাড়ি বহরে হামলা: দুই মামলারই স্বাক্ষ্যগ্রহণ ২৯ জুন শেখ হাসিনার গাড়ি বহরে হামলা: ৫ম দিনে সাক্ষী দিলেন সাথী খুলনায় দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ শুরু বেনাপোলে পিকনিক ট্র্যাজেডি নিহত ৯ শিক্ষার্থীর স্মরণে আলোচনা র্যালী ও দোয়া খুলনা-কলকাতা রুটে দ্বিতীয় ট্রেন বন্ধন একপ্রেস উদ্বোধন খুলনায় ত্রাণ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না -সিটি মেয়র বাগেরহাটে রাস্তার উপর কন্যা সন্তান প্রসব বেনাপোল পুটখালী বালুর মাঠ থেকে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১ বেনাপোল কাস্টমের হয়রানির প্রতিবাদে বিক্ষোভ করেছে স্টাফ অ্যাসোসিয়েশন শরণখোলায় বেপরোয়া ইজিবাইকের চাপায় প্রাণ গেলো শিশুর SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: আসামীগাড়ি বহরেমামলারলাকির মৃত্যুশেখ হাসিনারহামলা