শরণখোলায় বেপরোয়া ইজিবাইকের চাপায় প্রাণ গেলো শিশুর

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, মে ৮, ২০২২

নাজমুল ইসলাম সবুজ শরণখোলা বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় একটি বেপরোয়া ইজিবাইকের চাপায় প্রাণ গেলো সাকিব হাসান (৮) নামের এক শিশুর।

রোববার (৮মে) সকাল ১০টায় শরণখোলা উপজেলার রায়েন্দা-রসুলপুর সড়কের খাদা হাওলাদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে । নিহত সাকিব হাসান খাদা গ্রামের মোঃ সুজন হাওলাদারের পুত্র ।

ওই গ্রামের ব্যবসায়ী নুরমেয়া হাওলাদার বলেন,রসুলপুর থেকে রায়েন্দাগামী একটি বেপরোয়া ইজিবাইক খাদা হাওলাদার বাড়ির সামনে এসে সাকিবের উপরে উঠিয়ে দেয় । এসময় সাকিব ওই গাড়ির নিচে পড়ে তিনটি চাকায় ঘুরতে থাকে । এর কিছুক্ষণ পরে সাকিব গাড়ির নিচ থেকে বের হলে তাকে দ্রুত শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই ।

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সী বিভাগের দায়িত্বে থাকা উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোরশেদা আক্তার সুমি বলেন,শিশুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে ।

এ ব্যাপারে শরণখোলা থানার অফিসার ইনচার্জ ইকরাম হোসেন জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে ।

এদিকে এলাকাবাসী দক্ষিণ রাজাপুর গ্রামের সালাম ফরাজির ছেলে চালক সোলায়মান ফরাজির দুর্ঘটনাকবলিত ইজিবাইকটি জব্দ করেছে ।