খুলনায় দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ শুরু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০ ???????????????????????????????????? আতিয়ার রহমান,খুলনা : খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ গতকাল বৃহস্পতিবার সকালে জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন। উদ্বোধনকালে সিটি মেয়র বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়ার প্রতি সমান গুরুত্ব দিতে হবে। ক্রিকেট খেলা আজ বাংলাদেশকে অনেক উচ্চতায় নিয়ে গেছে। ইতোমধ্যে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ যুব বিশ^কাপ ক্রিকেট খেলায় জয় পেয়েছে। সরকার খেলাধুলার প্রতি নজর দেওয়ায় ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশর অর্জন দেশ-বিদেশে ছড়িয়ে পড়ছে। এজন্য সরকার বিভিন্ন স্থানে খেলার মাঠ নির্মাণ ও সংস্কার করছে। যুব সমাজকে সন্ত্রাস ও মাদক থেকে ফেরাতে সকল খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই। খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি এবং দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ কমিটির চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মোঃ আরশাদ কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, খুলনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক নিভা রাণী পাঠক এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান। এসময় দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ কমিটির সম্পাদক মোঃ মোমতাজ আহম্মেদ (তুহিন), জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোতালেব মিয়াপ্রমুখ উপস্থিত ছিলেন। এই প্রতিযোগিতায় খুলনা বিভাগের ১৬টি দল অংশগ্রহণ করবে। পাঁচটি লীগে এই খেলা অনুষ্ঠিত হবে। আজ উদ্বোধনী খেলায় ন্যাশনাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন বনাম বঙ্গবন্ধু স্মৃতি সংসদ মোকাবেলা করছে। Share this:FacebookX Related posts: খুলনায় পুলিশ সদস্যকে মারপিট: উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ খুলনায় করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলায় আলোচনা সভা খুলনায় সীমিত পরিসরে মহান স্বাধীনতা দিবস উদযাপিত খুলনায় কর্মসংকটে থাকা নিন্ম আয়ের মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ খুলনায় প্রথম করোনা রোগি সনাক্ত, এলাকা লকডাউন খুলনায় ডুমুরিয়ায় সরকারী খাল ভরাট’র অভিযোগ খুলনায় ‘মাস্ক নাই যার, বাজার নাই তার খুলনায় আম্পানের তান্ডবে নানা সংকটে কয়রার গুচ্ছ গ্রাম গুলো খুলনায় মানবিক বাংলাদেশ সোসাইটি’র পক্ষথেকে ত্রাণ সহায়তা কোরবানি ঈদকে সামনে রেখে খুলনায় দুশ্চিন্তায় প্রায় ৭ হাজার খামারী ব্যাবসায়ী খুলনায় ৯৮২টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে খুলনায় দুদকের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মচারী ও তার স্ত্রী কারাগারে SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: ক্রিকেট লীগ শুরুখুলনায়দ্বিতীয় বিভাগ