মোরেলগঞ্জে ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২২ নিজস্ব প্রতিবেদক : বাগেরহাট জেলার মোরেলগঞ্জে ব্রি-৪৮ ধানের বাম্পার ফলনের সম্ভাবনায় কৃষকের মুখে তৃপ্তির হাসি ফুটেছে। আমন ধানের পূর্বে ব্রি-৪৮ ধানের বাম্পার ফলনে তারা চরম খুশি। শুক্রবার সরেজমিনে জানা গেছে, প্রচণ্ড তাপদাহ, খরা ও আবহাওয়ার কারণে চলতি মৌসুমে যখন আমন ফসলের উৎপাদন নিয়ে কৃষকরা শঙ্কায় সেই মুহূর্তে ব্রি-৪৮ ধানের বাম্পার ফলনে কৃষকরা আশায় বুক বেঁধেছে। বীজতলা থেকে ১১০ দিন মেয়াদকালের এ ধান সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কৃষকরা ঘরে তুলতে পারবে। সদর ইউনিয়নে ভাইজোড়া গ্রামের ব্রি-৪৮ ধান আবাদকারি কৃষক মো. সালেহ শাহ জানান, এ বছরে তিনি ৭০ শতক জমিতে এ ধানের চাষ করেছেন। প্রণোদনা হিসেবে সরকারিভাবে বীজ ও সারের সহায়তা পেয়েছেন। একইভাবে কৃষক সিদ্দিকুর রহমান ৫০ শতক, হাবিবুর রহমান ৬৬ শতক, মিজানুর রহমান ৫০ শতক, আব্দুর রহিম ৪০ শতক এবং ইব্রাহিম শাহ ৪০ শতক জমিতে ব্রি-৪৮ ধান চাষাবাদ করেছেন। তারা এ ফসলে বাম্পার ফলন পাবেন বলে আশা করেন। এ ধান বিঘায় ১৬ থেকে ২০ মণ উৎপাদিত হবে। একই জমিতে এসব কৃষকরা গত জানুয়ারি থেকে এপ্রিল মাসে ভূট্টা চাষ করে অধিক লাভবান হয়েছেন। ব্রি-৪৮ ধান ঘরে তোলার পরে চলতি মৌসুমে স্থানীয় আমন ফসলের আবাদ করবেন বলে তারা জানান। উপজেলা সদর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, ব্রি-৪৮ ধান চাষাবাদের উপযুক্ত সময় জুন মাস। এ সময় প্রকৃতিক পরিবেশ অনুকূলে ও লবনের প্রভাব অনেক কম থাকে। চলতি মৌসুমে এলাকা উপযোগী এ ধান বাম্পার ফলন হবে বলে তিনি আশাবাদি। উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী বলেন, ব্রি-৪৮ ধান চাষে উপজেলার অন্যান্য এলাকার কৃষকরা উৎসাহিত হচ্ছে। আগামি মৌসুম থেকে তারা আমনের পূর্বে এ ধানের চাষাবাদ করবেন। Share this:FacebookX Related posts: মোরেলগঞ্জে কলার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি বাগেরহাটে ১৫ হাজার চাষির বোরো ধানের বীজতলার ব্যাপক ক্ষতি মাল্টা চাষে অবদানের জন্য সাখাওয়াত হোসেনকে স্বর্ণপদক প্রদান গদখালিতে ফুল বাগানের পরিচর্যায় ব্যস্ত চাষিরা নওগাঁর সাপাহারে চলতি মৌসুমে গমের বাম্পার ফলনের সম্ভাবনা চিতলমারী স্বেচ্ছাশ্রমে ধান কাটছে ছাত্রলীগ চিতলমারীতে সবজি চাষ নিয়ে দুঃশ্চিন্তায় কৃষক; চাষ হচ্ছে না অধিকাংশ ফসলি জমি ডুমুরিয়ায় পেঁপে চাষে উৎসাহ বাড়ছে ভাসমান বেডে আমন বীজ তলা তৈরি করেছে কৃষকরা ফসলের মাঠে হলুদের ঢেউ ভাসমান সবজি চাষে ভাগ্য খুলছে কৃষকের চিতলমারীতে টমেটোর মূল্য বিপর্যয়: ৮০ টাকা কেজির টমেটো ৫ টাকা কেজি SHARES Matched Content কৃষি বিষয়: ধানের বাম্পারফলনের সম্ভাবনামোরেলগঞ্জে