‌ফসলের মাঠে হলুদের ঢেউ

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০

অনলাইন ডেস্ক : খুলনার ডুমুরিয়ায় ‌এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। সরিষার এমন ফলনে কৃষকের চোখে মুখে আনন্দের আভা ফুটে উঠেছে। চাষিরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, ‌ডুমুরিয়া‌‌ উপজেলার ‌১৪টি ইউনিয়নে এ বছর সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১‌২০ হেক্টর।

উপজেলার‌ টিপনা ‌গ্রামের কৃষক শেখ মঞ্জুর রহমান বলেন, অল্প খরচ ও সল্প সময়ে সরিষার ফলন ঘরে তোলা যায়। ঝড়, বৃষ্টি না হওয়ায় চলতি মৌসুমে সরিষার ফলনও ভালো হয়েছে। সরিষার বর্তমান বাজার দর ১৮শ’ থেকে দুই হাজার টাকা। তবে রোদে শুকিয়ে গুদামজাত করে পরে বিক্রি করলে সরিষার বাজার দর আরও বেশি পাওয়া যাবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোছাদ্দেক হোসেন বলেন, উপজেলায় সরিষার ফসল এবার ভালো হয়েছে। আবহাওয়া‌ অনুকূল আর যথাযথ পরিচর্চার কারণে এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। মাঘ মাসের শেষ দিকে ও ফাল্গুনের শুরুতে ক্ষেত থেকে সরিষা তোলা শুরু হবে। অন্যান্য ফসলের তুলনায় সরিষার উৎপাদন খরচ কম হওয়ায় এবং গত কয়েক বছর ধরে বাজারে সরিষার ভালো দাম থাকায় চাষিরা দিন দিন সরিষা চাষের দিকে ঝুঁকছেন।

তিনি আরও বলেন, এ বছর আমরা প্রায় ৭শ কৃষককে বীজ ও সার দিয়েছি। মাঠে গিয়ে কৃষককে প্রশিক্ষণের পরামর্শ দেয়া হচ্ছে।