মাল্টা চাষে অবদানের জন্য সাখাওয়াত হোসেনকে স্বর্ণপদক প্রদান দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০ নিজস্ব প্রতিবেদক : মাল্টা পাহাড়ি ফল হিসেবে পরিচিতি হলেও সমতল ভূমিতেও রয়েছে এ ফলের ব্যাপক সম্ভাবনা। চুয়াডাঙ্গার দামুড়হুদায় অসম্ভবকে সম্ভব করে একই দাগে ৪০ বিঘা জমিতে মালটা চাষ করেছেন সাখাওয়াত হোসেন বাবুল । তারই স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ একাডেমি অব এগ্রীকালচার (বিএএজি) কর্তৃক তাকে মাল্টা ফল চাষের অবদানের জন্য সাখাওয়াত হোসেন বাবুল স্বর্ণ প্রদান করে। গতকাল রবিবার সকালে ঢাকাস্থ এগ্রীকালচার রিচার্স হল রুমে এ সম্মানো দেওয়া হয় । এ সময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী ড.মাহাম্মুদ আব্দুর রাজ্জাক, পান্ডা ইনভারসিটির প্রপেস্যার ড. আফজাল হোসেন, ড.শাইখ মাহাম্মুদ, ড কাজী এম বুদরুজ্জামান, বিএএজি ভাইস প্রেসিডেন্ট ড.এম আনারুল কুয়াদেস শেখ, জেনারেল সেক্রেটারী আব্দুল মাজিদ প্রমুখ। তিনি চুয়াডাঙ্গা দামুড়হুদার ভগিরথপুর গ্রামের শিক্ষক আব্দুর রহিম মাষ্টারের ছেলে তিনি । Share this:FacebookX Related posts: বাগেরহাটে ১৫ হাজার চাষির বোরো ধানের বীজতলার ব্যাপক ক্ষতি বলসুন্দরী কুলচাষে স্বাবলম্বী সাইফুল গদখালিতে ফুল বাগানের পরিচর্যায় ব্যস্ত চাষিরা মাঠে ধান পাঁকলেও মিলছেনা শ্রমিক; রয়েছে কাল বৈশাখীর ভয় চিতলমারী স্বেচ্ছাশ্রমে ধান কাটছে ছাত্রলীগ সাতক্ষীরায় কাঁঠালের বাম্পার ফলন চিতলমারীতে ২৪ ঘন্টায় শসার দাম অর্ধেক! ভাসমান বেডে আমন বীজ তলা তৈরি করেছে কৃষকরা ফসলের মাঠে হলুদের ঢেউ ভাসমান সবজি চাষে ভাগ্য খুলছে কৃষকের প্রতিবন্ধী কৃষকের মুখে হাসি ফুটিয়েছে ‘কুল’ চিতলমারীতে টমেটোর মূল্য বিপর্যয়: ৮০ টাকা কেজির টমেটো ৫ টাকা কেজি SHARES Matched Content কৃষি বিষয়: অবদানমাল্টা চাষসাখাওয়াত হোসেনস্বর্ণপদক