নওগাঁর সাপাহারে চলতি মৌসুমে গমের বাম্পার ফলনের সম্ভাবনা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২০ নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সাপাহার উপজেলায় কৃষকরা আবারও গম চাষাবাদে ঝুঁকেছেন। বিগত দিনে ধান চাষে বার বার লোকসান হওয়ায় কৃষকরা ঝুকি এড়াতে এই লাভজনক আবাদের পরিমাণ এবার অনেকটা বৃদ্ধি করছে। বর্তমানে গমের বাজার মুল্য ভালো থাকায় গম চাষে লাভের আশা করছেন গমচাষীরা। সাপাহার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে এ উপজেলায় রেকর্ড পরিমাণ জমিতে গমের চাষ করা হয়েছে। এবারে এ উপজেলায় ৫হাজার ৫শত হেক্টর জমিতে ২৩ হাজার১০০ মেট্রিকটন গম কৃষকেরা ঘরে তুলতে পারবেন বলে আশা করছেন উপজেলা কৃষি কর্মকর্তা। প্রতিটি মাঠেই বর্তমানে গমের সোনালী পাকা শীষ বাতাসে দোল খাচ্ছে। কোন কোন জমিতে এখনো কিছু গমের শীষ কাঁচা রয়েছে। ইতোমধ্যে কোন কোন এলাকায় কৃষকগণ আগাম জাতের গম কাটা শুরু করেছে। রোগ বালাইয়ের তেমন আক্রমণ না থাকায় চলতি মৌসুমে গমের বাম্পার ফলনের আশা করছেন কৃষকগণ। লাভ জনক এই গম চাষে কৃষকদের আগ্রহী করার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে কৃষি বিভাগের মাধ্যমে তালিকাভুক্ত কৃষকদের মাঝে উন্নত জাতের গমবীজ, সার, বালাইনাশকসহ অন্যান্য উপকরন বিনামূল্যে বিতরন করা হয়েছে। এছাড়াও কৃষকদের সার্বক্ষণিক পরামর্শসহ সার্বিক সহযোগিতা প্রদান করে আসছে সাপাহার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর । এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মজিবুর বলেন, চলতি মৌসুমে গমের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ চলতি মৌসুমে গমে তেমন উল্লেখ্যযোগ্য কোন রোগ-বালাইয়ের আক্রমন নাই। গম চাষে কম পরিশ্রম সহ খরচ অনেক কম হয়। তাই গম চাষে কৃষকরা লাভবান হবেন। এছাড়াও গম চাষ করলে জমির উর্বরতা শক্তি যেমন বৃদ্ধি পায়, তেমনী ভাবে গম চাষের পর কৃষকরা ওই জমিতে ভালো ভাবে আউশ ধান কিংবা অন্য আবাদ করতে পারবেন। চলতি মৌসুমে কৃষকরা বিঘা প্রতি প্রায় ১৬মণ হারে ফলন পাবেন বলে আশা করছেন তিনি। Share this:FacebookX Related posts: নওগাঁর সাপাহারে অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত আত্রাইয়ে চলতি মৌসুমে বোরো ধান সংগ্রহের শুভ উদ্বোধন সাপাহারে বিষ প্রয়োগ করে ১৫ হাজার আম গাছ ও চারা পুড়ে ফেলার অভিযোগ চাটমোহরে ধানের বাজারে নেই প্রত্যাশিত দাম, হতাশ কৃষক আত্রাইয়ে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজে নওগাঁর ধামইরহাটে সামাজিক দূরত্ব বজায় রাখতে কাঁচা বাজার এখন ফুটবল মাঠে সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে নগদ অর্থ বিতরণ সাপাহারে করোনা পরিস্থিতিতে ১কেজি গাঁজাসহ আটক-২ রাণীনগরের ড্রাগন যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে নওগাঁর মান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নওগাঁয় করলা চাষে ভাগ্যের বদল হয়েছে কৃষক জলিলের নওগাঁর মহাদেবপুর-শিবগঞ্জ জনগুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা SHARES Matched Content কৃষি বিষয়: গমের বাম্পারচলতি মৌসুমেনওগাঁরফলনের সম্ভাবনাসাপাহারে