ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষ: দুই মামলায় আসামি ৬৭৫ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২২ অনলাইন ডেস্ক : ভোলায় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় পুলিশের পক্ষ থেকে ৭৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতসহ ৬৭৫ জনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে পুলিশ বাদী হয়ে ভোলা সদর থানায় মামলা দুটি দায়ের করে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, ভোলায় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে পুলিশ এসোল্ড মামলায় পুলিশের উপ-পরিদর্শক মো. জসিম বাদী হয়ে ৭৫ জনের নামে উল্লেখ করে ২৫০/৩০০ জন অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। এ ছাড়াও অজ্ঞাত ২৫০/৩০০ জনকে আসামি করে পৃথক আরো একটি হত্যা মামলা দায়ের করে পুলিশ। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করেছে। অন্যদিকে গতকাল রোববার বিকালে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সমাবেশের অনুমতি না নিয়েই বিএনপি কর্মসূচি দিয়েছে। তাদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ বাধা দেয়নি। পূর্ব পরিকল্পিতভাবে বিএনপি রাস্তায় নেমে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে পুলিশকে লক্ষ করে গুলিবর্ষণ করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ১০ পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বিএনপিকর্মী নিহত হওয়া প্রসঙ্গে পুলিশ সুপার আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত সত্য জানা যাবে। তবে হাসপাতালের ডাক্তারদের বরাত দিয়ে পুলিশ সুপার জানান, মাথায় আঘাত জনিত কারণে যুবদল কর্মী আব্দুর রহিম নিহত হয়েছেন। Share this:FacebookX Related posts: ভোলায় ১’শ ৪ কোটি টাকা ব্যয়ে ৮টি মডেল মসজিদ নির্মিত হচ্ছে ভোলায় উদ্ধার হওয়া বন বিড়াল অবমুক্ত করোনা উপসর্গ নিয়ে ভোলায় দুই যুবক আইসোলেশনে ভোলায় ইলিশা ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় শ্রমজীবী মানুষের ভিড় ভোলায় পুলিশ সদস্য করোনায় আক্রান্ত, ৩ বাড়ি লকডাউন করোনা প্রতিরোধে ভোলায় জীবাণুনাশক টানেল স্থাপন ভোলায় ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলায় জেলা প্রশাসকের প্রস্তুতি সভা ভোলায় শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাট ভোলায় হাসপাতালের মেঝেতে নবজাতক, ২৪ ঘন্টায়ও মেলেনি পরিচয় ভোলায় ৪’শ দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ ভোলায় ৬১ জনকে জরিমানা ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪ SHARES Matched Content দেশের খবর বিষয়: দুই মামলায় আসামি ৬৭৫পুলিশ-বিএনপি সংঘর্ষভোলায়