ডেলটা প্ল্যান বাস্তবায়নে মেরিটাইম গবেষণা ও শিক্ষার ওপর গুরুত্বারোপ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২২ অনলাইন ডেস্ক : বাংলাদেশের সুনীল অর্থনীতির অপার সম্ভাবনা বিবেচনায় প্রধানমন্ত্রীর ডেলটা প্ল্যান বাস্তবায়নে মেরিটাইম গবেষণা ও শিক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গত রোববার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘ইন্টিগ্রেটেড ডেলটা গভার্ন্যান্স এন্ড ওশান ম্যানেজমেন্ট ইন দ্যা বে অব বেঙ্গল- ওয়ে এহেড’-শীর্ষক দিনব্যাপী এক আন্তর্জাতিক সেমিনারে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি (বিএসএমআরএমইউ) এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল (অব.) এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন পররাষ্ট্র মন্ত্রনালয়ের মেরিটাইম এ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার এডমিরাল এম খোরশেদ আলম (অব.)। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাংলাদেশের সুনীল অর্থনীতির অপার সম্ভাবনা বিবেচনায় প্রধানমন্ত্রীর ডেলটা প্ল্যান বাস্তবায়নে মেরিটাইম গবেষণা ও শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন এবং এক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি বিশেষ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে ভারতের গুজরাট ন্যাশনাল ল ইউনিভার্সিটি ও দিল্লীর ন্যাশনাল মেরিটাইম ফাউন্ডেশনএবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির মাঝে একাডেমিক সহায়তা সংক্রান্ত পৃথক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন গুজরাট ন্যাশনাল ল ইউনিভার্সিটির পরিচালক প্রফেসর এস সান্থাকুমার, ন্যাশনাল মেরিটাইম ফাউন্ডেশনের ডিরেক্টর জেনারেল ভাইস এডমিরাল প্রদীপ চৌহান (অব.), বাংলাদেশ সেন্টার ফর এডভান্স স্ট্যাডিজ-এর নির্বাহী পরিচালক ড. আতিক রহমান, বুয়েটের প্রফেসর ড. রেজাউর রহমান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির প্রফেসর ড. মোহাম্মদ নাজির হোসেন। সেমিনারে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, মেরিটাইম সংস্থা এবং মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। Share this:FacebookX Related posts: মুজিববর্ষের আয়োজনে যোগ দিতে মার্চে আসছেন মোদি গণপরিবহন চালু করতে ১১ সুপারিশ অস্ত্র মামলায় সাহেদের বিরুদ্ধে চার্জশিট নামাজ শেষে পশু কোরবানিতে ব্যস্ত নগরবাসী ঈদের শক্তি হোক জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়: কাদের মানুষ যেন উন্নত জীবন পায় সেটাই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী হাজী সেলিমের ছেলে গ্রেফতার, বাসায় তল্লাশি চালাচ্ছে র্যাব চলতি বছরে আরো ৫ লাখ মানুষের কর্মসংস্থান: জুনাইদ আহমেদ পলক বঙ্গভ্যাক্স’র ক্লিনিক্যাল ট্রায়ালের আবেদন ‘একটা আইসিইউ বেডের জন্য অন্তত ৫০টা হাসপাতালে খোঁজা হয়েছে’ বিশ্ব হিমোফিলিয়া দিবসের সেমিনার অনুষ্ঠিত হেফাজত কোনোভাবেই ছাড় পাবে না SHARES Matched Content জাতীয় বিষয়: গবেষণা ও শিক্ষার ওপর গুরুত্বারোপডেলটা প্ল্যানবাস্তবায়নে মেরিটাইম