ভোলায় শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাট দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০ নিজস্ব প্রতিবেদক : আর একদিন পর কোরবানি ঈদ। তাই ঈদকে সামনে রেখে ভোলায় শেষ মুহূর্তে পশুর হাট জমে উঠেছে। গত কয়েকটি হাটে তেমন একটা ক্রেতা সমাগম না থাকলেও ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে ক্রেতা সমাগম ও পশু বিক্রি বাড়তে শুরু করেছে। সরেজমিনে ভোলা সদর উপজেলার ইলিশার হাট ও পরানগঞ্জ পশুর হাট ঘুরে দেখা গেছে, করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পরায় আয় উপার্জনের কম থাকায় নিজের সাধ্যমতো পশু কিনছে সাধারণ মানুষ। তাই পশুর হাটে ছোট ও মাঝারি আকরের গরুর চাহিদা বেশি রয়েছে। তবে বিক্রেতারা ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। ফলে কাঙ্খিত দাম না পেয়ে তাদের লোকসান গুনতে হচ্ছে। তবে প্রথম দিকে তেমন একটা বেচা বিক্রি না থাকলেও এখন পশু বিক্রি আগের তুলনায় অনেক বেড়েছে। ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুামার মন্ডল জানান, এবছর ভোলার ৯৩টি পশুর হাটে প্রায় ২৭০ কোটি টাকার পশু বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে গতকাল পর্যন্ত লক্ষ্যমাত্রার ৬০ শতাংশ পশু বিক্রি হয়েছে। আজ এবং আগামী কাল বাকি ৪০ শতাংশ পশু বিক্রির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া অনলাইনে ভোলার বিভিন্ন খামার থেকে প্রায় ৫ কোটি টাকার পশু বিক্রি হয়েছে বলেও তিনি জানিয়েছেন। এদিকে পুলিশের পক্ষ থেকে হাটগুলোতে সামাজিক দুরুত্ব ও স্বাস্থবিধি নিশ্চিত করার পাশাপাশি বাড়তি নিরাপত্তা জোড়দার করা হয়েছে। হাটের প্রবেশদ্বারে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া হাটগুলোতে জাল টাকা শনাক্তের মেশিন বসানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। তবে সামাজিক দুরত্ব ও স্বাস্থবিধির ব্যাপারে সাধারণ মানুষ সচেতন না থাকায় প্রশাসনের হিমশিম খেতে হচ্ছে। Share this:FacebookX Related posts: ভোলায় ১’শ ৪ কোটি টাকা ব্যয়ে ৮টি মডেল মসজিদ নির্মিত হচ্ছে ভোলায় উদ্ধার হওয়া বন বিড়াল অবমুক্ত করোনা উপসর্গ নিয়ে ভোলায় দুই যুবক আইসোলেশনে ভোলায় করোনা ও ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের বিশেষ সভা ভোলায় ইলিশা ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় শ্রমজীবী মানুষের ভিড় ভোলায় করোনা যুদ্ধে জয়ী বাবা-মেয়েকে ফুল দিয়ে বরণ ভোলায় পুলিশ সদস্য করোনায় আক্রান্ত, ৩ বাড়ি লকডাউন করোনা প্রতিরোধে ভোলায় জীবাণুনাশক টানেল স্থাপন ভোলায় ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলায় জেলা প্রশাসকের প্রস্তুতি সভা ভোলায় হাসপাতালের মেঝেতে নবজাতক, ২৪ ঘন্টায়ও মেলেনি পরিচয় আমন চারার ভাসমান বাজার জমে উঠেছে ভোলায় ৪’শ দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ SHARES Matched Content দেশের খবর বিষয়: জমে উঠেছেপশুর হাটভোলায়শেষ মুহূর্তে