ভোলায় ইলিশা ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় শ্রমজীবী মানুষের ভিড় দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, মে ৯, ২০২০ অনলাইন ডেস্ক : ভোলার ইলিশা ফেরিঘাটে আজও কর্মস্থলে যাওয়ার আশা শ্রমজীবী মানুষের ভিড় করেছে। শনিবার সকাল থেকেই ঢাকা, নারায়নগঞ্জ, গাজিপুর ও চট্টগ্রামগামী কর্মজীবী এসব শত শত শ্রমিক পারাপারের অপেক্ষায় ফেরিঘাটে ভিড় জমায়। সকাল ৯টায় ”কাবিরী” নামের একটি ফেরি ঘাট থেকে ছেড়ে যায়। তবে ঘাটে পুলিশ এবং কোস্টগার্ডের শক্ত বস্থানের কারনে কোন যাত্রী ফেরিতে উঠতে পারেনি। ফলে পণ্যবাহী পরিবহন ও এ্যাম্বুলেন্স নিয়ে ফেরিটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। এর আগে গতকাল শুক্রবার বিকেলে প্রায় ৬ শতাধিক যাত্রী নিয়ে লক্ষ্মীপুর থেকে আসা দুটি ফেরি প্রশাসনের বাধার কারণে ঘাটে ভিড়তে পারেনি। পরে যাত্রীরা ফেরীতে ভাঙচুর চালালে রাত ৯টার দিকে ফেরি কর্তৃপক্ষ যাত্রীসহ ফেরিটি ঘাটে ভিড়াতে বাধ্য হয় । এদিকে ঘাটে আসা যাত্রীরা বলছে একাধিকবার এসেও তারা পারাপার হতে পারেনি। এখন কর্মস্থলে না গেলে ঈদের বেতন বোন না পাওয়ার পাশাপাশি চাকুরী হারাতে হবে বলছেন তারা। পেয়াসা শ্রমজীবী যাত্রীদের কর্মস্থলে যাওয়ার কোনো সরকারি নির্দেশনা রয়েছে কি না জানতে চাইলে ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, ভোলা থেকে সব ধরনের যাত্রী পারাপারের উপর নিষেধাজ্ঞা রয়েছে। কোনক্রমেই কাউকে ভোলা আসতে অথবা জেলা থেকে বাইরে যেতে দেওয়া হবে না। এখন লক্ষীপুর থেকে ছেড়ে আসার আগে যাত্রী নেয়া হয়নি বিষয়টি নিশ্চিত করার পর ফেরি ছাড়ার অনুমতি দেয়া হচ্ছে বলেও জানান জেলার প্রধান এই কর্মকর্তা। Share this:FacebookX Related posts: ভোলায় ১’শ ৪ কোটি টাকা ব্যয়ে ৮টি মডেল মসজিদ নির্মিত হচ্ছে ভোলায় উদ্ধার হওয়া বন বিড়াল অবমুক্ত করোনা উপসর্গ নিয়ে ভোলায় দুই যুবক আইসোলেশনে ভোলায় করোনা ও ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের বিশেষ সভা ভোলায় করোনা যুদ্ধে জয়ী বাবা-মেয়েকে ফুল দিয়ে বরণ ভোলায় পুলিশ সদস্য করোনায় আক্রান্ত, ৩ বাড়ি লকডাউন করোনা প্রতিরোধে ভোলায় জীবাণুনাশক টানেল স্থাপন ভোলায় কর্মহীন শতাধিক স্বর্ণ কারিগরের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ভোলায় আম্পানে বিভিন্ন স্থানে ঘর বাড়ি ও বেড়িবাঁধ বিধ্বস্ত, নিহত ২ ভোলায় শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাট ভোলায় হাসপাতালের মেঝেতে নবজাতক, ২৪ ঘন্টায়ও মেলেনি পরিচয় ভোলায় ৪’শ দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ SHARES Matched Content দেশের খবর বিষয়: ইলিশা ফেরিঘাটেপারাপারের অপেক্ষায়ভোলায়মানুষের ভিড়শ্রমজীবী