করোনা উপসর্গ নিয়ে ভোলায় দুই যুবক আইসোলেশনে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০ অনলাইন ডেস্ক : করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ভোলায় দুই যুবক হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার রাতে সদর হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে তাদের ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের বাড়ি সদর উপজেলার রাজাপুরে অপরজনের জয়পুরহাটে। তবে পরীক্ষা-নিরীক্ষার উপযুক্ত ব্যবস্থা না থাকায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটকে (আইইডিসিআর) ব্যবস্থা নিতে হাসপাতালের পক্ষ থেকে জরুরি বার্তা পাঠানো হয়েছে। ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালি জানান, জ্বর, সর্দি ও গলা ব্যথা নিয়ে দুই যুবক চিকিৎসা নিতে এলে তাদেরকে আইসোলেশনে ভর্তি করা হয়েছে। প্রাথমিক ভাবে তাদের করোনা রয়েছে কি না তা বলা যাচ্ছে না। ওই দুই যুবকের নমুনা পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তাদের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। এদিকে, জেলায় ৪২৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যার মধ্যে গত ২৪ ঘন্টায় বেড়েছে আরও ২ জন। তবে, হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ায় ২৬৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে বলে ভোলার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। Share this:FacebookX Related posts: ভোলায় ১’শ ৪ কোটি টাকা ব্যয়ে ৮টি মডেল মসজিদ নির্মিত হচ্ছে ভোলায় উদ্ধার হওয়া বন বিড়াল অবমুক্ত করোনা : আগৈলঝাড়ায় কর্মহীন দুঃস্থদের এমপি হাসানাতের খাদ্য সহায়তা গলাচিপায় করোনা সচেতনতায় র্যাবের বিশেষ টহল বিরামপুরে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু ভোলায় করোনা ও ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের বিশেষ সভা ভোলায় করোনা যুদ্ধে জয়ী বাবা-মেয়েকে ফুল দিয়ে বরণ ভোলায় পুলিশ সদস্য করোনায় আক্রান্ত, ৩ বাড়ি লকডাউন করোনা প্রতিরোধে ভোলায় জীবাণুনাশক টানেল স্থাপন ভোলায় কর্মহীন শতাধিক স্বর্ণ কারিগরের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ভোলায় হাসপাতালের মেঝেতে নবজাতক, ২৪ ঘন্টায়ও মেলেনি পরিচয় ভোলায় ৪’শ দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ SHARES Matched Content দেশের খবর বিষয়: আইসোলেশনেউপসর্গ নিয়েকরোনাদুই যুবকভোলায়