ভোলায় উদ্ধার হওয়া বন বিড়াল অবমুক্ত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০ নিজস্ব প্রতিবেদক : জেলার উপজেলা সদরের চরসামাইয়া ইউনিয়ন থেকে উদ্ধার হওয়া বিলুপ্ত প্রজাতির বন বিড়ালটি অবমুক্ত করেছে বন বিভাগ। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সদরের বাঘমারা এলাকার গহীণ অরণ্যে অবমুক্ত করা হয়। এর আগে বুধবার বিকেলে সদরের খেয়াঘাট ব্রীজ সংলগ্ন এলাকার রেন্টাল পাওয়ার প্লান্ট থেকে বন বিড়ালটি উদ্ধার করা হয়। বন বিভাগের সদরের রেঞ্জ কর্মকর্তা মো: কামরুল ইসলাম বলেন, রেন্টাল পাওয়ারের কর্মরত সদস্যরা বুধবার বিকেলে তাদের মেশিন রুমে বনবিড়ালটি দেখতে পায়। এসময় সবাই মিলে বন বিড়ালটি আটক করে বন বিভাগকে খবর দেয়। পরে বন বিভাগের কর্মীরা এটি উদ্ধার করে আজ সকালে বাঘমারা এলাকার গহীণ অরণ্যে অবমুক্ত করেন। বিপন্ন প্রজাতির বিড়ালটি খাবারের সন্ধানে লোকালয়ে এসেছে বলে জানান তিনি। Share this:FacebookX Related posts: ভোলায় ১’শ ৪ কোটি টাকা ব্যয়ে ৮টি মডেল মসজিদ নির্মিত হচ্ছে করোনা উপসর্গ নিয়ে ভোলায় দুই যুবক আইসোলেশনে ভোলায় করোনা ও ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের বিশেষ সভা ভোলায় ইলিশা ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় শ্রমজীবী মানুষের ভিড় ভোলায় করোনা যুদ্ধে জয়ী বাবা-মেয়েকে ফুল দিয়ে বরণ ভোলায় পুলিশ সদস্য করোনায় আক্রান্ত, ৩ বাড়ি লকডাউন করোনা প্রতিরোধে ভোলায় জীবাণুনাশক টানেল স্থাপন ভোলায় কর্মহীন শতাধিক স্বর্ণ কারিগরের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ভোলায় আম্পানে বিভিন্ন স্থানে ঘর বাড়ি ও বেড়িবাঁধ বিধ্বস্ত, নিহত ২ ভোলায় শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাট ভোলায় হাসপাতালের মেঝেতে নবজাতক, ২৪ ঘন্টায়ও মেলেনি পরিচয় ভোলায় ৪’শ দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ SHARES Matched Content দেশের খবর বিষয়: উদ্ধার হওয়াবন বিড়াল অবমুক্তভোলায়