কবরস্থান থেকে এক রাতে ১৯ কঙ্কাল চুরি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২২ অনলাইন ডেস্ক : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ১৯টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ জুলাই) রাতে উপজেলার পৌরশহরের পীরডাঙ্গী গোরস্থানে এ ঘটনা ঘটে। শনিবার সকালে স্থানীয় জাহাঙ্গীর হোসেন তাঁর নানী শাশুড়ির দাফন সম্পন্ন করার জন্য গোরস্থানে এসে এই চুরির ঘটনা টের পেয়ে পুলিশ ও অন্যদের জানান। জাহাঙ্গীর হোসেন বলেন, আমি আমার নানী শাশুড়ির দাফন সম্পন্ন করার জন্য গোরস্থানে আসি। মাটি দিয়ে যাওয়ার সময় দেখলাম একসঙ্গে অনেকগুলো কাপড়-চোপড় পড়ে আছে। পরে কয়েকজন মিলে কাছাকাছি গিয়ে দেখি একে একে মোট ১৯টি কবর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে। কবরস্থানে আসা প্রত্যক্ষদর্শী জাকির হোসেন বলেন, প্রায় ১৯-২০টি কবরের বেড়া ভাঙা। আর ভিতরে যতদূর দেখা যায় সমাহিত লাশের কোনো কঙ্কাল চোখে পড়েনি। সেগুলো চুরি করে নিয়ে গেছে বলেই মনে হচ্ছে। গোরস্তানে পড়ে থাকা কাপড় প্রসঙ্গে আরেক প্রত্যক্ষদর্শী কাজী সমশের বলেন,যারা কবরের ভিতরে প্রবেশ করেছিলেন এগুলো তাদের কাপড়। তারা হয়তো এগুলো পরিবর্তন করে এখান থেকে চলে গেছেন। এ ধরনের অপরাধের সঙ্গে এ অঞ্চলের মানুষের বর্তমান সময়ের ক্রমবর্ধমান অভাব ও দ্রব্যমূল্য বৃদ্ধির সম্পর্ক আছে বলে মনে করেন ঘটনাস্থল পরিদর্শন করা স্থানীয় সাংবাদিক মানিক হোসেন। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। তবে কি উদ্দেশ্যে এটা ঘটলো তা নিয়ে জল্পনা কল্পনা আলোচনা চলছে। তবে এটা যে মানুষের ঘটানো ঘটনা সে ব্যাপারে নিশ্চিত স্থানীয়রা। পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা হলে কবর খুঁড়লে তদন্ত সাপেক্ষে বোঝা যাবে প্রকৃত ঘটনাটা কি এর উদ্দেশ্যই বা কি। Share this:FacebookX Related posts: সীমান্ত পথে পাচার হয়ে আসা ভারতীয় ট্রাক্টর বাংলাদেশে উদ্ধার ছাত্রীকে আত্মহত্যার প্ররোচনা : সেই প্রধান শিক্ষক গ্রেফতার বিরামপুরে ভূমি অফিসের ভিত্তি প্রস্তর উদ্বোধন খাদ্য পরিবহণে অত্যাধুনিক আরও ৫০ লাগেজ ভ্যান আসছে: রেলমন্ত্রী পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু পঞ্চগড়ে করোনা আক্রান্ত রোগীর বাড়িতে ডিসির উপহার ব্রহ্মপূত্র নদে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার করোনা জয়ী ট্রাফিক সার্জেন্ট মামুনকে ফুলের তোড়া দিয়ে বরণ কুড়িগ্রামে ধরলা সেতুর ওপর থেকে ঝাঁপ দিয়ে নদীতে ডুবে যুবকের মৃত্যু পঞ্চগড়ে কন্যা রত্নদের মাঝে সাইকেল বিতরণ তেঁতুলিয়ায় সারের তীব্র সংকট, বিপাকে কৃষক পঞ্চগড়ে হজযাত্রীদের প্রশিক্ষণ অনুষ্টিত SHARES Matched Content দেশের খবর বিষয়: এক রাতে ১৯ কঙ্কাল চুরিকবরস্থান থেকে