ব্রহ্মপূত্র নদে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, মে ৯, ২০২০

অনলাইন ডেস্ক ; কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপূত্র নদে মর্মান্তিক নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ সুলতান মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের একদিন পর শনিবার সকালে ডুবে যাওয়া স্থানের পার্শ্বেই তার মরদেহ ভাসতে দেখে স্থানীয় মানুষজন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রহ্মপূত্র নদে বৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনায় বাবা ও মেয়ে নিখোঁজ হন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার মধ্যপাড়া গ্রামের কাচুয়া শেখের পূত্র সুলতান মিয়া(৪৫),স্ত্রী জোবেদা বেগম(২৯), কন্যা শিরিনা খাতুন(১৩)সহ পরিবারের ৬ সদস্য নিয়ে শ্বশুরবাড়ি উপজেলার ব্রহ্মপূত্র নদ বিচ্ছিন্ন ভারত সীমান্ত লাগোয়া সাহেবের আলগা ইউনিয়নে কাজিয়ার চর গ্রামে শ্বশুর আজিজ মোল্লার বাড়ি আসছিলেন। নৌকা যোগে আসার পথে ওইদিন সন্ধ্যায় ব্রহ্মপূত্র নদের ফকিরের চর ও মশালের চরের মাঝামাঝি স্থানে কালবৈশাখি ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

এসময় ৮ যাত্রি সাঁতরিয়ে কিনারে উঠতে পারলেও সুলতান মিয়া ও কন্যা শিরিনা খাতুন (১৩) নিখোঁজ হন। নিখোঁজের একদিন পর শনিবার সকালে সুলতান মিয়ার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এ ঘটনায় সুলতান মিয়ার নিখোঁজ কন্যা শিরিনা খাতুনকে উদ্ধারের চেষ্টা করছেন স্থানীয়রা।

সাহেবের আলগা ইউপি’র চেয়ারম্যান সিদ্দিক মন্ডল নিখোঁজ সুলতান মিয়ার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ শিরিনা খাতুনকে উদ্ধারে স্থানীয় মানুষজন চেষ্টা করছেন।