সীমান্ত পথে পাচার হয়ে আসা ভারতীয় ট্রাক্টর বাংলাদেশে উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯ বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার হয়ে আসা swaraj -744 fe মডেলের ভারতীয় ট্রাক্টরটি পাচারের পাঁচদিন পর স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নিয়ে উদ্ধার করেছে ২০ বর্ডার গার্ড (বিজিবি) ব্যাটালিয়নের অধীনস্থ দাউদপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকৃত ট্রাক্টরটি দাউদপুর বিজিবি ক্যাম্পের নিয়ন্ত্রণে রয়েছে। দাউদপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোকলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৩ ডিসেম্বর সকালে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার ধলপাড়া অঞ্চলের গোবিন্দপুর সীমান্তের কাঁটাতারের বেড়া সংলগ্ন বিএসএফ গেইটে একদল চোরাকারবারী ভারতীয় সীমান্তে জমি চাষের কথা বলে ট্রাক্টর পারাপারের অনুমতি চায়। পরে ভারতীয় বিএসএফ বাহিনীর নিকট থেকে নির্দিষ্ট সময় নিয়ে অনুমতিক্রমে গেইট পার হয়ে ভারতীয় চোরাকারবারীরা ট্রাক্টরটি বাংলাদেশের চোরাকারবারিদের নিকট পৌছে দেয়। নির্দিষ্ট সময় পার হবার পরেও ট্রাক্টরটি তারা বিএসএফ’র কাছে হস্তান্তর না করাই ওই গেইটে দায়িত্বরত বিএসএফ সদস্যরা বিজিবি’র কাছে বাংলাদেশে পাচারের বিষয়টি জানান। বিএসএফ’র এমন তথ্যের ভিত্তিতে ২০ বিজিবি’র দাউদপুর ক্যাম্প কমান্ডার বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজির হোসেনকে অবহিত করেন। পরে, চেয়ারম্যান ও বিজিবি’র গোয়েন্দা সদস্যের সহযোগিতায় সেই ট্রাক্টরটিকে উদ্ধার করে। ট্রাক্টরটি উদ্ধারের বিষয়ে জানতে চাইলে কাটলা ইউনিয়নের চেয়ারম্যান নাজির হোসেন বলেন, ‘বিজিবি’র তথ্যের ভিত্তিতে ভারতীয় ট্রাক্টর বাংলাদেশে পাচার হয়ে আসার সংবাদ পেয়ে বিজিবি’র অধিনায়কের সাথে যোগাযোগ করি। এরপর বিজিবি’র দেওয়া তালিকায় পাচার সিন্ডিকেটের সদস্য কাটলা ইউপি’র সদস্য মইনুল ইসলাম, দক্ষিণ দাউদপুর গ্রামের মোস্তাক হোসেন, সুজন হোসেন লালু ও মিজানুর রহমানের দেয়া তথ্য অনুযায়ী ২৭ ডিসেম্বর বগুড়া জেলার শান্তাহার এলাকা থেকে ট্রাক্টরটি উদ্ধার করে বিজিবি দাউদপুর ক্যাম্প কমান্ডারের নিকট হস্তান্তর করেছি। এ বিষয়ে বিজিবি জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়কের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে ফোনে যায়নি। চোরাইপথে প্রকাশ্য দিবালোকে ভারতীয় swaraj -744 fe মডেলের এত বড় ট্রাক্টরটি দাউদপুর সীমান্তরক্ষী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কিভাবে বাংলাদেশের বগুড়া জেলার শান্তাহার থেকে উদ্ধার হলো বিষয়টি নিয়ে এলাকার সর্বস্থরের সচেতনমহল বিশ্বয় প্রকাশ করেছেন। নওগাঁয় জাতীয় উদ্যান আলতাদিঘীতে বিরল প্রজাতির কালিম পাখি অবমুক্ত Share this:FacebookX Related posts: পঞ্চগড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য নির্মিত মাল্টিপারপাস কমপ্লেক্সের উদ্বোধন পঞ্চগড়ের বিসিক শিল্প নগরিতে চা প্রক্রিয়াজাত কারখানা হচ্ছে পঞ্চগড়ে মুক্তিযুদ্ধকালীন মর্টারশেল উদ্ধার পঞ্চগড়ে ত্রাণের দাবিতে মানববন্ধন নারায়ণগঞ্জ থেকে আসা শ্রমিকের লালমনিরহাটে করোনা শনাক্ত খাটের নিচ থেকে টিসিবির বিপুল পরিমাণ সোয়াবিল তেল উদ্ধার, আটক ২ পঞ্চগড়ে বেতনের টাকায় খাদ্য সামগ্রী দিচ্ছে সেনাবাহিনী অবশেষে রংপুর মেডিক্যাল মোড়ের অবৈধ বাসস্ট্যান্ডটি উচ্ছেদ হলো পঞ্চগড়ে সবুজপাতা মোবাইল এ্যাপস এর উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী কুড়িগ্রামে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার সোনাহাট স্থলবন্দরে ধর্মঘট চলছে প্রধানমন্ত্রীর সহায়তা পেলেন বীরাঙ্গনা জোহরা বেগম SHARES Matched Content দেশের খবর বিষয়: পাচারবাংলাদেশভারতীয় ট্রাক্টরসীমান্ত পথ