পঞ্চগড়ে হজযাত্রীদের প্রশিক্ষণ অনুষ্টিত

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, মে ২৬, ২০২২

এন এ রবিউল হাসান লিটন পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে ২০২২ সালে সরকারি ও বেসরকারি ব্যাবস্থাপনায় প্রায় দুইশত পবিত্র হজব্রত পালনকারী হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে।
২৬ মে (বৃহস্পতিবার) সকালে পঞ্চগড় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হল রুমে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আজাদ জাহানের সভাপতিত্বে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ শামীম সিদ্দিক, হাব সদস্য মাওঃ জুবায়ের সাঈদ, সিভিল সার্জেন ডাঃ মোঃ মাহবুব রহমান সুমন, ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার টেইনার মুফতি মাওঃ আব্দুস সামাদ প্রমুখ বক্তব্য রাখেন। সকাল ৯ টা থেকে বিকাল ৩.৩০ পর্যন্ত প্রশিক্ষণ কর্মশালা সরকারিভাবে ৪৬ জন বেসরকারীভাবে ১শ ৫৬ জন হজযাত্রী প্রশিক্ষণ নেয়।