পঞ্চগড়ে কন্যা রত্নদের মাঝে সাইকেল বিতরণ

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০

অনলাইন ডেস্ক : মুজিববর্ষ উপলক্ষে পঞ্চগড় পৌর এলাকার কন্যারত্নদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে পঞ্চগড় পৌরসভার উদ্যোগে এই সাইকেল বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুঞা এই সাইকেল বিতরণ করেন। জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম।

সাইকেল প্রাপ্তরা প্রজনন স্বাস্থ্য এবং বাল্য বিবাহ প্রতিরোধে জেলা প্রশাসকের দূত (এ্যাম্বাসেডর) হিসেবে কাজ করবে। এর আগে জেলার এক হাজার সাতশ জনকে সাইকেল প্রদান করে জেলা প্রশাসকের দূত (এ্যাম্বাসেডর) করা হয়েছে।

অনুষ্ঠানে পৌর এলাকার ৩০ জন শিক্ষার্থীকে সাইকেল প্রদান করা হয়।