বোদা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন ও হলরুম নির্মাণ কাজের শুভ উদ্বোধন

প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২২

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় বোদা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন ও হলরুম নির্মাণ কাজের শুভ উদ্বোধন হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বোদা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন ও হলরুম নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী এড. নূরুল ইসলাম সুজন এমপি।

এসময় জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) রুনা লায়লা, পঞ্চগড় এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সামসুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী, পৌর মেয়র এড. ওয়াহিদুজ্জামান সুজা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোকলেছার রহমান জিল্লুর, পৌর আওয়ামী লীগ সভাপতি আবু মো. ইমতিয়াজ হোসেন মির্জা, উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৬ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে ৬ তলা বিশিষ্ট আধুনিক মানের বোদা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন ও হলরুমের নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।