সাত হাজার হতদরিদ্র পরিবারের পাশে বিরামপুরের মেয়র

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০

জাকিরুল ইসলাম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি ; বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাস আতঙ্কে সরকারি নির্দেশনায় অঘোষিত লকডাউন কর্মসূচিতে সারাদেশে হতদরিদ্র, দিনমজুর মানুষেরা যখন চরম খাদ্য সংকটে পড়েছে। ঠিক তখন সবকিছু বন্ধ থাকায় সাময়িক বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। আর এরকম ৭ হাজার পরিবারের মাঝে স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিকের দিকনির্দেশনায় ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করছেন দিনাজপুরের বিরামপুর পৌরসভার পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে প্রথম দফায় পৌরসভার ৩টি ওয়ার্ডে নিজে উপস্থিত থেকে ২ হাজার ৫’শ পরিবারের মাঝে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ১ কেজি লবণ বিতরণ করেন পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল। দ্বিতীয় দফায় বাঁকী ৬টি ওয়ার্ডে আরও সাড়ে ৪ হাজার পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

মেয়র লিয়াকত আলী সরকার টুটুল বলেন, স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক এর দিকনির্দেশনায় দিনমজুর, অসহায় ও দারিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অসহায় গরিবদের কথা চিন্তা করে সামর্থ্য অনুযায়ী এ কার্যক্রম অব্যহত থাকবে। নিম্ন আয়ের মানুষ, দিনমজুর ও খেঁটে খাওয়া পরিবারগুলো কোন দলের নয়। দলমত নির্বিশেষে অসহায় লোকজনের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া আমাদের দায়িত্ব। এছাড়াও তিনি অন্যান্য বিত্তবানদের অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

এদিকে অভাব অনটনের এমন দিনে খাদ্য সামগ্রী হাতে পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, কাউন্সিলর জোবায়দুল হক জুয়েল, শহিদুল ইসলাম, মহিলা কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি সালাম সরকার, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ ইসলাম, ওয়ার্ড আ.লীগ, পৌর পরিষদ ও সুধীজন প্রমুখ।