নানা কর্মসূচিতে ঠাকুরগাঁওয়ে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০২০

অনলাইন ডেস্ক ; করোনা পরিস্থির পরেও সরকারি ও ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচি ও উৎসবমুখবর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে দিবসটি উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় সূর্যোদয়ের সাথে সাথে। পরে সকাল ১০টায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়ের নেতৃত্বে জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

বেলা ১১টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, পৌর আওয়ামীলীগের সভাপতি একরাম হোসেন, সাধারণ সম্পাপদক মাসুদুর রহমান বাবু প্রমুখ।

বক্তারা বাংলাদেশ আওয়ামীলীগের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বর্তমানে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সরকারকে সর্বতভাবে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব হোসেন রনি, সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক ও সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান আখতারসহ আওয়ামীলীগ ও ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইতিহাস ও ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ আওয়ামলীগ ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের মাধ্যম্যে ৭২ তম বছরে পর্দাপন করলো দলটি। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগকে শুভেচ্ছা জানিয়েছে।