পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, জুন ২১, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইলফাত উদ্দীন (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।২১ জুন (রবিবার) বিকেলে আটোয়ারী উপজেলার আশা অফিস সংলগ্ন সড়কে দুর্ঘটনাটি ঘটে। বৃদ্ধ ইলফাত উদ্দীন উপজেলার ছোটদাপ এলাকার মৃত ইমার উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানায়, বৃদ্ধ ইলফাত উদ্দীন আশা আফিসে টাকা তুলতে যাওয়ার সময় একটি মটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে বৃদ্ধটি গুরুতর আহত হয়।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আটোয়ারী হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালে রেফাড করে দেয়। ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধটির মৃত্যু হয়।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইজার উদ্দীন সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।