শিক্ষার্থীদের মাঝে সাইকেল-শিক্ষা বৃত্তি প্রদান দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, জুন ২২, ২০২০ অনলাইন ডেস্ক : দিনাজপুরের বীরগঞ্জে ৬৫ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ ও নৃ-তাত্তিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। রোববার বিকেলে বীরগঞ্জ উপজেলা পরিষদের চত্বরে উপজেলা পরিষদ এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার কঠিন দূর্যোগেও শিক্ষার্থীদের কথা কোন অবস্থাতেই ভোলেননি। শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে তিনি নিরলস ভাবে কাজ করে চলেছেন। শিক্ষার্থীদের যার যা প্রয়োজন তা তাদের নিকট পৌঁছাতে সরকার আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের হেঁটে স্কুলে যাওয়ার কষ্ট লাঘবে সরকার তাদের বাইসাইকেল প্রদান করেছে। উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিন্দ্র নাথ গবিন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আবু রেজা মো. আসাদুরজ্জামান, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. কামরুল হাসান জুয়েল প্রমূখ। পরে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ৫৭ দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন প্রদান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ, প্রজেক্টর, ক্রীড়া সামগ্রী, দুঃস্থ কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করেন এমপি গোপাল। এর আগে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে ৩৫২ জন কৃষক মাঝে বিনামূল্য সবজি বীজ ও সার এবং ১ হাজার ৯৩৫ টাকা করে প্রদান ও উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে পাট চাষিদের মাঝে রাসায়নিক সার বিতরণ করেন এমপি গোপাল। Share this:FacebookX Related posts: পঞ্চগড়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক প্রদান ট্রেনের কেবিন থেকে অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার সাংবাদিক আরিফুলের জামিন পঞ্চগড়ে ৯০০ বিদেশ ফেরতর মধ্যে হোম কোয়ারেন্টাইনে ৯ জন পঞ্চগড়ে এক পুলিশ সদস্যের করোনা জয় পঞ্চগড়-ঢাকা রুটে দু’মাস পর চালু হলো পঞ্চগড় এক্সপ্রেস বীরগঞ্জে রাস্তার দাবিতে মানববন্ধন পঞ্চগড়ের মাদক সম্রাট মনোয়ার আটক পঞ্চগড়ে শিক্ষানবিশ আইনজীবীদের মানববন্ধন ২০৩০ সালের মধ্যে ১০০ টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে- রেলপথ মন্ত্রী সমতলের ক্ষুদ্র-নৃ গোষ্ঠির জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী যুবক নিহত SHARES Matched Content দেশের খবর বিষয়: শিক্ষা বৃত্তি প্রদানশিক্ষার্থীদের মাঝেসাইকেল