ধর্মপাশায় জয়শ্রী ইউনিয়ন আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, মে ২৪, ২০২২

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি ; সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৪ শে মে মঙ্গলবার দুপুর দুইটায় জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাধব চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ- ১ আসনের এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন রতন।

ওই ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান খোকনের পরিচালনায় এতে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, সহ-সভাপতি নাজিম উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাড. ইকরাম হোসেন, উপজেলা ছাত্র লীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে ওই ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করা হয় এবং রমজান আলীকে সভাপতি ও মুখলেছুর রহমান খোকনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।