ধর্মপাশায় তলিয়ে গেছে উচু জমির ২৩০ হেক্টর জমির ফসল দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২২ ধর্মপাশা প্রতিনিধি ; টানা বৃষ্টি আর ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের ধর্মপাশা ও নব ঘোষিত মধ্যনগর উপজেলার ৫টি ইউনিয়নের হাওর বহির্ভূত উচু জমির ২৩০ হেক্টর বোরো জমির ফসল তলিয়ে গেছে। এছাড়াও শ্রমিক সংকট থাকায় কৃষকেরা পড়েছেন বিপাকে। চড়া মুজুরী দিয়েও মিলছেনা ধান কাটার শ্রমিক। ধানের খলা তলিয়ে যাওয়ায় ধান শুকাতে না পারার কারনে বিপাকে রয়েছেন কৃষকেরা। এ বছর ধর্মপাশা সদর, সেলবরষ, পাইকুরাটি, বংশীকুন্ডা দক্ষিণ ও বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে হাওর বহির্ভূত উচু অংশে ৬ হাজার ৬৮০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়। এর মধ্যে ৫ হাজার ৮৭৮ হেক্টর ধান কাটা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। এর মধ্যে সপ্তাহদুয়েক সময় ধরে লাগাতার বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে হাওর ২৩০ হেক্টর বোরো জমির ধান তলিয়ে গেছে। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে কর্তন করা ধান শুকানো থেকে শুরু করে গোলাজাতকরণ প্রক্রিয়া মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। পাইকুরাটি ইউপির কৃষক নুরুজ্জামান জানান, তিনি ভাবেতই পারেননি উচু জমিতে পানি উঠে যাবে। গত ২০ বছরেও এমন পানি দেখিনি। মজুরি বেশি দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। বংশীকুন্ডা দক্ষিণ ইউপি চেয়ারম্যান রাসেল আহমদ বলেন, ‘২৫ ভাগ জমির পানিতে তলিয়ে গেছে। বাকি ধান কাটতে পারলেও বৈরি আবহাওয়া ও ধান শুকানোর জায়গা পানিতে নিমজ্জিত হওয়ায় ধান শুকানো যাচ্ছে না। ফলে কৃষকের এক অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করছেন।’ উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, ‘যাদের জমি পানিতে নিমজ্জিত হয়েছে তাদের তালিকা তৈরি করা হয়েছে।’ Share this:FacebookX Related posts: ইউএনও’র আহ্বানে কাস্তে হাতে ধান কাটতে ১৫০০ লোক হাওরে সুনামগঞ্জে ইউএনও’র আহবানে কাস্তে হাতে ধান কাটতে ১৫’শ লোক হাওরে ! ধর্মপাশায় বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন ধর্মপাশায় বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন ধর্মপাশায় নৌ শ্রমিকের মৃতদেহ উদ্ধার ধর্মপাশায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ধর্মপাশায় মাসিক স্কিল ল্যাব ট্রেনিং ও সিএসবিদের উপকরণ প্রদান ‘ব্রকলি’ চাষ বাড়ছে শ্রীমঙ্গলে ধর্মপাশায় এমপি রতন ও চেয়ারম্যান রোকনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ধর্মপাশায় প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ধর্মপাশায় প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ ধর্মপাশায় আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দিলেন বিএনপির প্রার্থী SHARES Matched Content কৃষি বিষয়: ২৩০ হেক্টর জমির ফসলউচু জমিরতলিয়ে গেছেধর্মপাশায়