ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৪ জুন

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, জুন ২১, ২০২২

অনলাইন ডেস্ক : আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৪ জুন থেকে।সোমবার রাজধানীর গাবতলীতে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু রায়হান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই দিন সকাল থেকে গাবতলী, কল্যাণপুর ও শ্যামলীতে আগাম টিকিট বিক্রি শুরু হবে। ঈদের আগের যে কোনো দিনের টিকিট কেনা যাবে।

জিলহজ মাসের চাঁদ দেখা গেলে আগামী ১০ জুলাই ঈদুল আজহা উদযাপন হবে।