ধর্মপাশায় শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০

চয়ন কান্তি দাস, ধর্মপাশা প্রতিনিধি : জাতীয় শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সংগঠনের উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।

এতে উপজেলা শাখার সভাপতি সাফায়েত হোসেন লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকি। প্রচার সম্পাদক সেলিম তালুকদারের পরিচালনায় এতে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, সহ-সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, অ্যাড. আব্দুল হাই তালুকদার প্রমুখ।