দেওয়ানগঞ্জে গাাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২০

স্টাফ রিপোর্টার : জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানাধীন চরডাকাতিয়া পাড়া এলাকা হতে ৪০০ গ্রাম গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র‌্যাব-১৪।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ তফিকুল আলম জানান, গত ০৯/০১/২০ ইং তারিখ ১৭.৩০ ঘটিকায় র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মোঃ তোফায়েল আহমদে মিয়া ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ এর নেতৃতে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানাধীন চরডাকাতিয়া পাড়াস্থ জনৈক সাগর আলীর বসতবাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ আঃ আলীম (৪০), পিতা- মোঃ জামাল উদ্দিন, মাতা- মোছাঃ সোনাবান বেগম, সাং- চর বাহাদুরাবাদ, পোঃ বাহাদুরাবাদ, থানা- দেওয়ানগঞ্জ, জেলা- জামালপুরকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীর নিকট হতে ৪০০ (চারশত) গ্রাম গাঁজা ও ০১ (এক) টি মোবাইল সেট উদ্ধার করেন। উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জামালপুর জেলার মেলান্দহ থানায় মামলা দায়ের করা হয়েছে।