ময়মনসিংহে ৪ জঙ্গি গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২০ ময়মনসিংহ র্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সিনিয়র সহকারি পুলিশ সুপার ও মিডিয়া অফিসার জানান’ র্যাব-১৪ এর ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে,ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন কেওয়াটখালীবাজারসংলগ্নরিফুজিকলোনীরজনৈকমানিকমিয়ার দুইচালাটিন সেডবসতঘরেরভিতরনিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন“আল্লাহর দল”এরকতিপয়সদস্যএকত্রিতহয়েনাশকতাকরারউদ্দেশ্যে গোপন বৈঠককরছে।উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, ব্যাটালিয়ন সদর এর আভিযানিক দল ১৫/১২/২০২০ খ্রিঃতারিখ০২.৩০ঘটিকারসময়ঘটনাস্থলে পৌঁছলের্যাবেরউপস্থিতি টের পেয়েকতিপয় ব্যক্তি কৌশলেপালানোরচেষ্টাকালেআসামী ১। মোঃমানিকমিয়া (২৮), পিতা- মোঃহারুমিয়া, ২। মোঃ শরিফুজ্জামান শরীফ (৩৫), পিতা- মৃতআব্দুলবারেক, ৩। সাকিবহাসান (১৯), পিতা- মোঃআলমগীরহাসান, ৪। মোঃআফতাবআলী (২২), পিতা- মোঃআইয়ুবআলীগণদেরকেআটক করা হয় এবং তাদের হেফাজত থেকে বিভিন্ন ধরনের উগ্রবাদীবই, লিফলেটএবং এ সংক্রান্তকাগজপত্রএবং মোবাইল সেটউদ্ধারকরাহয়। গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদেজানায়, তারা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন“আল্লাহর দল”এরময়মনসিংহঅঞ্চলের সাথে সংশ্লিষ্ট। তারাআরোজানায়,নিষিদ্ধ ঘোষিত জঙ্গিসংগঠন“আল্লাহর দল”এরপ্রধানসংগঠকআব্দুলমতিন মেহেদী @মতিনুলইসলামএরচিন্তাভাবনা ও মতাদর্শ দ্বারাঅনুপ্রাণিতহয়েতারা উক্ত সংগঠনেরসমর্থক ওসক্রিয়সদস্য হয়ে উঠে উক্ত ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের গোপন বৈঠকেনিয়মিতমিলিতহতো।উগ্রবাদ কায়েমকরারজন্য বিভিন্ন কৌশলেকাজকরতোএবংসংগঠনেরজন্য দাওয়াতেরমাধ্যমে সদস্য সংগ্রহকরতঃসংগঠনকেসক্রিয়রাখতেউল্লেখযোগ্য ভূমিকারাখত। তাদের সহযোগী অন্যান্যদের ব্যাপারে অনুসন্ধান অব্যাহত রয়েছে। উপর্যুক্ত ঘটনাসংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদেরবিরুদ্ধে ময়মনসিংহ জেলারকোতোয়ালীথানায়মামলাদায়েরকরারকার্যক্রম প্রক্রিয়াধীন। Share this:FacebookX Related posts: ময়মনসিংহে হেরোইনসহ আটক-১ ময়মনসিংহে ৩ কেজি গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে গাঁজাসহ গ্রেফতার-১ ময়মনসিংহে ৭০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ গাঁজা ব্যবসায়ী আটক ময়মনসিংহে টিসিবি’র ৪২ লিটার সয়াবিন তেল উদ্ধার আটক-২ ময়মনসিংহে বিদেশী পিস্তল ও গুলি ভর্তি ম্যাগাজিনসহ গ্রেফতার-১ ময়মনসিংহে তিন ভেজাল ওষুধ ব্যবসায়ীর কারাদন্ড ময়মনসিংহে হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামী আটক ময়মনসিংহে টিসিবির বিপুল পরিমাণ পণ্য উদ্ধার আটক-১ ময়মনসিংহে ৬.৫ লিটার দেশীয় মদ, মাদক বিক্রির নগদ টাকাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে ৫৮৫ বোতল ফেন্সিডিল, ২৭ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক ময়মনসিংহে টিসিবির ১৫০ বস্তা চিনি উদ্ধার অবৈধ মজুদদার গ্রেফতার SHARES Matched Content অপরাধ বিষয়: ৪ জঙ্গি গ্রেফতারময়মনসিংহে