বাউফলে সরকারী জমি দখল করে নির্মাণ করা হচ্ছে ভবন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০ নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া বাজারের সরকারী জমি দখল করে পাকা ভবন নির্মাণ করছেন নিজাম কাজী নামে এক ব্যাক্তি। উপজেলা প্রশাসন থেকে ভবণ নির্মাণে নিষেধ করার পড়েও সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্মাণ হচ্ছে ভবন। সরেজমিন দেখা গেছে, উপজেলার কনকদিয়া বাজারের পূর্ব পাশে একটি স্বমিলের কাছে সরকারের ১ নম্বর খাস খতিয়ানের দেড় শতাংশ জমি দখল করে কাঠ ব্যবসায়ী নিজাম কাজী পাকা ভবন নির্মাণ করছেন। ইতি মধ্যে ওই ভবনের ইটের গাঁথুনি শেষ করে ছাদ ঢালাইর জন্য রড বাঁধার কাজ চলছে। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে নিজাম কাজী ঘটনাস্থল থেকে সটকে পড়েন। এ বিষয়ে নিজাম কাজী মোবাাইল ফোনে বলেন, সরকারের অনুমতি নিয়ে দির্ঘ বছর ওইখানে কাঠের ব্যবসা করছি। সম্প্রতী ঘরটা নষ্ট হয়ে যাওয়ার কারনে একটি পাকা ভবনটি নির্মাণ করছি। যদি সরকার প্রয়োজন মনে করেন সাথে সাথে জায়গা ভবন ভেঙ্গে সরিয়ে নিব। এ ব্যাপারে বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিচুর রহমান বালী বলেন,‘ নিজাম কাজীকে খাস জমিতে ভবন না করার জন্য নিষেধ করা হয়েছে। তার পরে তিনি কি ভাবে ভবন নির্মাণ করছেন ? আমি দুই এক দিনের মধ্যেই ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। Share this:FacebookX Related posts: বাউফলে মাস্ক কেনার হিড়িক বাউফলে যুবলীগ নেতা হত্যাকান্ডের অন্যতম আসামী সাইমুন গ্রেফতার বাউফলে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ বাউফলে খালের বাঁধ অপসরণ না করায় জনদুর্ভোগ চরমে জনস্বাস্থ্য হুমকীর মুখে বাউফলে ২ ভাইকে কুপিয়ে খুন বাউফলে ঝুঁকিপূর্ণ সেতু এখন মরণফাঁদ বাউফলে গার্ডার ব্রিজের নির্মাণ কাজ বন্ধ জনদুর্ভোগ চরমে বাউফলে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার বাউফলে ছাত্রলীগের পৃথক পৃথক প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাউফলে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত বাউফলে ছয়টি মেছো বাঘের শাবক উদ্ধার বাউফলে ১০ মন ইলিশের পোনা জব্দ SHARES Matched Content দেশের খবর বিষয়: নির্মাণ করা হচ্ছে ভবনবাউফলেসরকারী জমি দখল করে