কর্মস্থলে যেতে পারছেন না ভোলার শ্রমজীবীরা

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, মে ১০, ২০২০

অনলাইন ডেস্ক : ভোলার ইলিশা ফেরিঘাটে আজও কর্মস্থলে যাওয়ার আশায় শত শত শ্রমজীবী মানুষ ভিড় জমিয়েছেন। রোববার সকাল থেকে পারাপারের অপেক্ষায় থাকলেও পুলিশ ও কোস্টগার্ডের শক্ত অবস্থানের কারণে তারা গন্তব্যে যেতে পারছেন না।

এদের অধিকাংশই ঢাকা, নারায়ণগঞ্জ, গাজিপুর ও চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন। কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে তারা প্রতিদিনই ফেরি পারাপারের আশায় ঘাটে আসছেন। তবে প্রশাসনের বাধার কারণে তারা বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

ভোলা থেকে অন্য যেকোন জেলায় যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে নৌপথ। যেহেতু করোনার সংক্রমণ ঠেকাতে সারাদেশে নৌ-যান চলাচল বন্ধ রয়েছে সেহেতু মানুষ বিকল্প হিসেবে এই ফেরি পথকেই বেছে নিয়েছে। কিন্তু সেই ভরসায় একমাত্র মাধ্যম ফেরিতে যেতে না পেরে নানা রকম ভোগান্তির শিকার হচ্ছেন তারা।

এর আগে সকাল ৯টায় ‍”কুসুম কলি” নামের একটি ফেরি ঘাট থেকে ছেড়ে যায়। তবে ঘাটে পুলিশ এবং কোস্টগার্ড বরাবরের মতো শক্ত অবস্থানে থাকার কারণে কেউই ফেরিতে উঠতে পারেনি। ফলে পণ্যবাহী পরিবহন ও এম্বুলেন্স নিয়েই ফেরিটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়।

ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক জানান, সরকারি নিষেধাজ্ঞার কারণে ফেরিতে যাত্রী পারাপার বন্ধ রয়েছে। বিষয়টি পর্যবেক্ষণে প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালতের দল ফেরিঘাটে সার্বক্ষণিক মনিটরিং করছে। সরকারি নির্দেশনা এলে যাত্রীদের পারাপার করতে দেয়া হবে।