মির্জাগঞ্জে করোনা আক্রান্ত রোগীকে আর্থিক সহায়তা

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, মে ৯, ২০২০

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে মাধবখালী ইউনিয়নের কাঠালতলী গ্রামের করোনা আক্রান্ত রোগীকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫ হাজার টাকার নগদ অর্থ সহায়তা ও ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে।

শনিবার (৯ মে) বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন এই অর্থ ও ইফতার সামগ্রী রোগীর বাসায় পৌঁছে দেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।