প্রেম প্রত্যাখ্যান: মির্জাগঞ্জে যুবকের আত্মহত্যা

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০

মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গলায় ফাঁস দিয়ে সাগর ভূঁইয়া(১৭) নামে এক যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার (১৪ আগস্ট) রাত ৮ টায় উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়ন এর ময়দা শ্রীনগর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত্যু সাগর ভূইয়া দুলাল ভূইয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার একই গ্রামের এক নাবালিকাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো সাগর ভূইয়া। ওই নাবালিকা তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করলে শুক্রবার রাতে সবার অগোচরে বাড়ির পিছনে বাগানের গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ সংবাদ পেয়ে মির্জাগঞ্জ থানা পুলিশ ঘটনা স্থল থেকে ঝুলান্ত অবস্থায় লাশটি উদ্ধার করে।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, ছেলেটি বখাটে ছিলো। বিভিন্ন সময়ে মেয়েদের উত্যাক্ত করত ও প্রেমের প্রস্তাব দিতো। এসব প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ায় দীর্ঘদিন হতাশার এক পর্যায়ে আত্মহত্যা করে বলে ধারনা করা হচ্ছে। লাশটি ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে।