চকরিয়ায় কালভার্ট দখল করে মাছ চাষের অভিযোগ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০ নিউজ ডেস্কঃ কক্সবাজারের চকরিয়া পৌর এলাকার করাইয়াঘোনা মাস্টার দিদারুল ইসলাম নামে এক ব্যক্তি পানি চলাচলের কালভার্ট দখল করে পুকুর বানিয়ে মাছ চাষ করছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় লোকজনের মাঝে ক্ষোভ বিরাজ করছে।কালভার্ট দখল করায় ওই এলাকার অন্তত ২০ একর জমি চাষাবাদের অযোগ্য হয়ে পড়েছে। বর্ষাকালে পানিতে নিমজ্জিত থাকবে অন্তত দুইশত পরিবার।সরেজমিন দেখা যায়, করাইয়াঘোনা এলাকায় রাস্তার উপর একটি কালভার্টের দুই পাশে স্কেভেটের দিয়ে মাঠি কেটে দুই পাশে পুকুর তৈরী করে মাছ চাষ করা হচ্ছে। এতে পানিচলাচলের পথ বন্ধ হয়ে গেছে। একটু বৃষ্টি হলেই পানির নিচে তলিয়ে যাবে প্রায় ২০ একর চাষাবাদের জমি।করাইয়াঘোনা এলাকার বাসিন্দা নূর আহমদ বলেন, বাপ-দাদার আমল থেকে ওই কালভার্ট দিয়ে পানি চলাচল করে আসছে। এলাকার দিদার মাস্টার নামের এক ব্যক্তি পানি চলাচলের পথ বন্ধ করে দেয়ায় আমার জমিগুলো চাষাবাদের আযোগ্য হয়ে পড়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে কেউ মুখ খুললে তাকে মেরে ফেলার হুমকি দেয় সে। দিদার মাস্টার ইতোপূর্বে ছাত্রীর সাথে অনৈতিক আচরণের জন্য চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় থেকে সাময়িকভাবে বরখাস্ত হন। সে ওই এলাকার স্কুল প্রতিষ্টার নামে করাইয়াঘোনা এলাকার শিক্ষানুরাগী এমএ গণির কাছ থেকে নামে মাত্র মূল্যে ৬৬ শতক জমি ক্রয় করে মাস্টার আমির-দিদার শিক্ষালয় নামে একটি স্কুলের সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয়।কিন্তু গত বছর ওই বিদ্যালয়ে ছাত্রছাত্রী ভর্তি করা হলেও পরের বছর এর কোন অস্তিত্ব খুজে পায়নি কেউ। ওই স্কুল ভবনে তিনি টমটমের গ্যারেজ ও গরুর গোয়াল ঘর বানিয়ে রেখেছেন। তার নানা অত্যচারে এলকার লোকজন অতিষ্ট হয়ে পড়েছেন।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, কালভার্টের অদূরে আমার দুই একর জমি রয়েছে। পানি চলাচলে পথ বন্ধ করে দেয়ায় জলাবদ্ধতার কারণে চাষাবাদ করা যাচ্ছে না। পানি চলাচলের পথ দখল করে পুকুর বানিয়ে মাছ চাষ করায় আমার মতো অন্তত ২০ একর জমির মালিক দূর্ভোগে পড়বে। সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন বলেন, পানি চলাচলের কালভাট দখল করে চিংড়ি চাষ করার জন্য বাধঁ দিয়ে পানি আটকিয়ে এলাকার হাজার হাজার লোকের ক্ষতি করে এইভাবে মাছ চাষ করা সম্পুর্ণ অবৈধ। আমারা ক্ষতিগ্রস্থ ও স্থনীয় লোকজনকে নিয়ে উপজেলা নিবার্হী অফিসার কাছে লিখিত অভিযোগ করব। আশাকরি প্রশাসন দ্রুত ব্যবস্থা নিবে। Share this:FacebookX Related posts: লক্ষ্মীপুরে দেবরের হাতে ভাবী খুনের অভিযোগ ‘বন্দুকযুদ্ধে’ মাদক পাচারকারী নিহত কুমিল্লায় অস্ত্র-গুলিসহ ডাকাত দলের ১১ সদস্য গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় অভিনব পদ্ধতিতে গাঁজা পাচার মামা-ভাগিনাসহ আটক-৩ প্রশ্নপত্র ফাঁস ও গুজবের অভিযোগে গ্রেফতার-৪ আশুগঞ্জে ২১ কেজি গাঁজা ও ১টি পিকআপসহ মাদক ব্যবসায়ী আটক পটিয়ায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মাদক ব্যবসায় বাধা দেয়ায় ট্রাক্টর চালককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১ কোরআনে হাফেজকে পিটিয়ে হত্যা আটক ৬ কুমিল্লায় পুলিশ পরিদর্শক ও দারোগাসহ গ্রেফতার ৫ হাটহাজারীতে চোলাইমদসহ দুইটি গাড়ী আটক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আ’লীগ নেতা আটক SHARES Matched Content অপরাধ বিষয়: অভিযোগকরেচকরিয়ায় কালভার্ট দখলচাষেরমাছ