ভাগিনাকে কুপিয়ে জখম পটিয়ায় মামা গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২০ নিজস্ব প্রতিনিধি,পটিয়া : আপন ভাগিনাকে নৃশংসভাবে কুপিয়ে জখমের ঘটনায় পটিয়া থানা পুলিশ মামা জুলফিকার আলম (৫৫) কে গ্রেফতার করেছে। তিনি পটিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের সুচক্রদন্ডী গ্রামের ওয়াপদা রোডের মরহুম আবদুস সালামের পুত্র। মঙ্গলবার দুপুরে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। আগের দিন রাতে (সোমবার) পটিয়া থানার উপ-পরিদর্শক মো. বোরহানসহ একদল পুলিশ অভিযান চালিয়ে মামা জুলফিকারকে গ্রেফতার করেন। পুলিশ জানান, জায়গার বিরোধ নিয়ে আপন ৩ মামাসহ সন্ত্রাসীরা দুই ভাগিনা ইমরানুল হক (২২) ও মো. মামুন (২৮) কে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। বর্তমানে মামুন আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ঘটনার পর ভাগিনার পক্ষ হয়ে শফিকুল আলম প্রকাশ বশর (মামা) বাদী হয়ে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজষ্ট্রিট আদালতে একটি মামলা করেন। ওই মামলায় আসামীরা হলেন- জুলফিকার আলম (৫৫), মো. নুরুল আলম (৫২), আবদুল আলীম (৫০), রিদয়ানুল হক প্রকাশ- পাবেল (১৯), মো. রেজায়ানুল হক প্রকাশ রুবেল (২২), আতিকুর রহমান (২০), ইফতেখার (২২), ঈদনান আলম (১৯), মো. ফাহিম (২৫), আবদুল মাবুদ (৬৫)। মামলার বাদী শফিকুল আলম বশর জানিয়েছেন, আসামীরা মামলাটি তুলে নেওয়ার বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। তাদের ভয়ে বাদীর লোকজন বাড়ি ছাড়া। পটিয়া থানার উপ-পরিদর্শক মো. বোরহান উদ্দিন জানিয়েছেন, ভাগিনাকে কুপিয়ে জখমের ঘটনায় মামা জুলফিকারকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। Share this:FacebookX Related posts: পটিয়ায় অস্ত্র ও গুলিসহ গ্রেফতার- ১ পটিয়ায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক পটিয়ায় ইয়াবা উদ্ধার॥ গ্রেফতার-২ নোয়াখালীতে ১২ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত পটিয়ায় কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক-২ আশুগঞ্জে ২১ কেজি গাঁজা ও ১টি পিকআপসহ মাদক ব্যবসায়ী আটক পটিয়ায় মসজিদের জায়গা জোর পূর্বক দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন নবীনগরে পা কেটে উল্লাস আসামি ৮শ, গ্রেফতার ৪২ বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আ’লীগ নেতা আটক পটিয়ায় রাস্তার গাছ অনুমতি ছাড়া কাটার অভিযোগ বিজয়নগরে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার SHARES Matched Content অপরাধ বিষয়: পটিয়ায়ভাগিনাকে কুপিয়ে জখমমামা গ্রেফতার