পটিয়ায় ছুরিকাঘাতে খুুুনের ঘটনায় গ্রেফতার-২

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২০

পটিয়া (চট্টগ্রাম)থেকে সেলিম চৌধুরীঃ- চট্টগ্রামের পটিয়া পৌরসদরে ছুরিকাঘাতে মোহাম্মদ জসিম (২৪) নামে এক যুবক ৩ মার্চ রাত ৯ টা ১৫ মিনিটে পটিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড তিতাগাজীর বাড়ির সামনে বিওসি রোডে খুনের ঘটনায় জড়িত থাকায় ৪ মার্চ বুধবার বিকালে খুনের ২১ ঘন্টার মধ্যে কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকা থেকে জীবন ও ইমনকে গোপন সংবাদের ভিক্তিতে পটিয়া ওসি বোরহান উদ্দিন ও ওসি তদন্ত জাব্বরুল ইসলামসহ এস আই মোবারক সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে গ্রেফতার করেছে।

নিহত জসিম মৃত জাগির হোসেন এর ছেলে তার মা নুর বেগম। স্থানীয় সুএে জানাগেছে, জসিম ১৫০ টাকা পাওনা ছিল একই এলাকার মৃত হাসেম এর ছেলে জীবন এর কাছে এ টাকা চাইলে জীবন ক্ষিপ্ত হয়ে তার ছোট ভাই ইমনকে ডেকে আনে। জসিম জীবন টাকা পাওনা নিয়ে তর্ক বির্তক হয়। এর এক পর্য়ায়ে জসিম স্থানীয় একটি দোকান থেকে বেরিয়ে পাশে তার নিজ বসতঘরে ফেরার পথে জীবন ও তার ভাই ইমন জসিমকে পথরোধ করে প্রকাশ্যে এলোপাতাড়ি চুরিকাঘাত করে পালিয়ে যায়।

এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জসিম কে মৃত ঘোষণা করে। জসিম এর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত জসিমের মায়ের কান্নার আহাজারি এলাকায় লোকজনের চোখের পানি চলে আসে। এর আগে জসিমের লাশ উদ্ধার করে চমক হাসপাতালে মর্গে পাঠানো হয়।

এছাড়াও জীবন- ইমন কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য গত ১৫ দিন আগে কিশোর গ্যাংয়ের লিডার জীবন কে জামিনে এনেছেন বলে জানান নিহত জসিমের মা নুর বেগম। জীবন ও ইমনকে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন। এদিকে জসিম হত্যাকারীকে গ্রেফতার করতে সক্ষম হওয়ায় খুনি জীবন ও ইমনের ফাঁসির দাবিতে বুধবার সন্ধায় জসিম এর এলাকার শত শত নারী পুরুষ মিছিল বের করে।