টেকনাফে সীমান্তে ১২ কোটি টাকার ইয়াবা উদ্ধার!

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশের সময় ৪লাখ পিস ইয়াবার চালান জব্দ করেছে। যার আনুমানিক মূল্য বার কোটি টাকা বলে জানিয়েছেন বিজিবি।

১৫এপ্রিল (বৃহস্পতিবার) ভোর রাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের লেদা বিওপির জওয়ানেরা মিয়ানমার হতে মাদকের চালান আসার সংবাদ পেয়ে লেদা খাল সংলগ্ন এলাকায় কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর ৫/৬জন ব্যক্তি ৪টি ব্যাগ কাঁধে নিয়ে লবণ মাঠের দিকে আসতে দেখে দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ পেলে অন্ধকারের সুযোগে লেদা খাল দিয়ে পালিয়ে যায়। দূবৃর্ত্তদের আটকের জন্য ভোর পর্যন্ত অভিযান চালিয়ে কাউকে আটক করা যায়নি। পরে বিজিবি জওয়ানেরা ঘটনাস্থল তল্লাশী করে ব্যাগ ৪টি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ১২কোটি মূল্যমানের ৪লাখ পিস ইয়াবা পাওয়া যায়।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান,জব্দকৃত এই মাদকের চালান পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

তিনি আরো জানন,মাদকের বিরুদ্ধে সরকারের জিরো ট্রলারেন্স নীতি অনুসরণ করে, উক্ত ইয়াবা চালানের মূল হোতা মাদক কারবারীদের আইনের আওতায় আনতে ইতি মধ্যে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।