টেকনাফে বন্দুকযুদ্ধে ‘রোহিঙ্গা’ মাদক কারবারী নিহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০ নিজস্ব প্রতিবেদক : টেকনাফে র্যাবের ‘বন্দুকযুদ্ধে’ উখিয়া উপজেলার এক রোহিঙ্গা মাদক কারবারী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি)দিবাগত রাত সোয়া ১টার দিকে এই ঘটনা ঘটে। র্যাব-১৫ টেকনাফ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব (এক্স) বিএন বলেন, রাত সোয়া ১টার দিকে র্যাব-১৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উপকূলীয় বাহারছড়ার মনতলিয়া পুরান পাড়া মেরিন ড্রাইভ রোডে চেকপোস্ট বসিয়ে এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর একটি স্বশস্ত্র মাদক কারবারীর দল র্যাবকে লক্ষে করে অতর্কিত গুলি ছুড়ে। এসময় আত্মরক্ষার্থে র্যাবও পাল্টাগুলি চালায়। এসময় র্যাবের তিনজন সদস্য আহত হয়। পরে ঘটনাস্থল তল্লাশী করে ৬৬ হাজার ৯শ ১৫পিস ইয়াবা, ২টি ওয়ান শুটার গান, ৫ রাউন্ড তাঁজা কার্তুজ, ২টি খালি খোসা ও নগদ ৩ হাজার টাকাসহ গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে। গুলিবিদ্ধ মাদক কারবারীকে দ্রুত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিহত ব্যক্তি উখিয়া উপজেলার বালুখালী ৮নং ক্যাম্পের (ইস্ট) বি-২৬নং ব্লকের বাসিন্দা মো. জাকেরের ছেলে মো. আব্দুল নাসির (২৮)। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে তদন্ত স্বাপেক্ষে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে র্যাব সূত্র নিশ্চিত করেছেন। Share this:FacebookX Related posts: টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা মাদক কারবারী নিহত টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক ‘বন্দুকযুদ্ধে’ মাদক পাচারকারী নিহত টেকনাফে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত মাটিরাঙ্গায় বন্দুকযুদ্ধে ইউপিডিএফ সন্ত্রাসী নিহত আশুগঞ্জে ২১ কেজি গাঁজা ও ১টি পিকআপসহ মাদক ব্যবসায়ী আটক পটিয়ায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মাদক ব্যবসায় বাধা দেয়ায় ট্রাক্টর চালককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১ কোরআনে হাফেজকে পিটিয়ে হত্যা আটক ৬ কুমিল্লায় পুলিশ পরিদর্শক ও দারোগাসহ গ্রেফতার ৫ টেকনাফ থানার ওসিসহ ৯ পুলিশের বিরুদ্ধে সিনহার বোনের মামলা স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আ’লীগ নেতা আটক SHARES Matched Content অপরাধ বিষয়: ‘বন্দুকযুদ্ধটেকনাফমাদক কারবারী নিহতরোহিঙ্গা