শিশুপুত্র হত্যার দায়ে পিতার মৃত্যুদণ্ড দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০ অনলাইন ডেস্ক : শিশুপুত্রকে ঢেঁকিতে আছাড় দিয়ে মেরে ফেলার দায়ে পিতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (২৯ নভেম্বর) জামালপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দুধনই গাজারি জুড়া গ্রামের আব্দুর রহিমের পুত্র মো. মোস্তফা (৩৭)। জামালপুর জজ আদালতের পিপি এডভোকেট নির্মল কান্তি ভদ্র জানান, বকশীগঞ্জ উপজেলার নতুন টুপকারচর গ্রামের উজির আলীর মেয়ে রোজিনা বেগমের সাথে মো. মোস্তফার বিয়ে হয়। তারা দুজনই ঢাকায় গার্মেন্টসে চাকরি করতেন। ২০১০ সালে রোজিনা সন্তানসম্ভবা হলে চাকরি ছেড়ে স্বামী-স্ত্রী দুজনই রোজিনার বাবার বাড়িতে ফিরে আসেন। ঘরজামাই হয়ে দিনমজুরি করে সংসার চালাতেন মোস্তফা। তাদের ঘরে জন্ম নেয় আশিক নামের এক পুত্র সন্তান। এরমধ্যেই ২০১১ সালের ২০ মে মোবাইল কেনা নিয়ে স্ত্রীর সাথে মোস্তফার ঝগড়া হয়। প্রচণ্ড রাগে তিনি ৫ মাসের পুত্র সন্তান আশিককে দুই পা ধরে ঢেঁকির সাথে আছাড় দেন। ঘটনাস্থলেই মারা যায় আশিক। শিশুপুত্রকে মেরে ফেলায় রোজিনা বাদী হয়ে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ৩০২ ধারায় মোস্তফাকে মৃত্যুদণ্ডাদেশ এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন। রায় প্রদানের সময় দণ্ডপ্রাপ্ত আসামি মো. মোস্তফা আদালতে অনুপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: অর্থপাচার মামলায় এনামুল-রূপন ৪ দিনের রিমান্ডে আগাম জামিন পেলেন প্রথম আলো’র সম্পাদক শিশুপুত্রকে গলাকেটে হত্যাচেষ্টা, পাষণ্ড বাবা আটক টাঙ্গাইলে ৩ স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় দুজনের দায় স্বীকার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি কিশোরগঞ্জে চোলাই মদসহ ২৪জন মাদক বিক্রয় ও সেবনকারীকে সাজা সাংবাদিক আরিফুলের মৃত বাবাকেও সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত মাদারীপুরের ডিসি এডিসিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা মরেনি শুনেই সিনহার বুকে লাথি ও গলায় পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করে ওসি প্রদীপ টাঙ্গাইলে মাদক মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধনে ১০০ বিচারক মাদারীপুরে হত্যা মামলায় ২ জনের ফাঁসি SHARES Matched Content আইন আদালত বিষয়: পিতার মৃত্যুদণ্ডশিশুপুত্রহত্যার দায়ে