খুলনায় স্কুলছাত্র হত্যায় ১৭ আসামির দণ্ড দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, মে ২৩, ২০২২ অনলাইন ডেস্ক : খুলনায় স্কুলছাত্র ফাহমিদ তানভীর রাজিন হত্যা মামলায় ১৭ আসামিকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। যেসব আসামির বয়স ১৮ বছরের নিচে তাদের সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩ এর বিচারক মো. আব্দুস ছালাম খান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- মঞ্জুরুল ইসলাম ওরফে সাব্বির হাওলাদার (১৬), বিএম মাজিব হাসান রয়েল (১২), শাহারিয়ার জামান তুর্য (১৭), রিয়ান শেখ ওরফে রেফাত (১২), ফাহিম ইসলাম মনি (১৪), সানি ইসলাম ওরফে আপন (১৩), জিসান খান (১৫), তারিন হাসান ওরফে রিজভী (১৩), শাকিব খান শিমুল (১৭), অন্তর কুসার দাস (১৫), মো. হাকিম (১৭), সৈকত (১৬), শেখ সাকিব (১৭), আসিফ প্রান্ত আলিফ (১৫), শেখ তামিম (১৬), সাকরান সালেহ ওরফে মিতুল (১২) ও মোস্তফিজুর রহমান নাঈম (১৪)। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদ আহমেদ জানান, ২০১৮ সালের ২০ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে কনসার্ট দেখার জন্য খুলনা পাবলিক কলেজে সপ্তম শ্রেণির ছাত্র রাজিন। রাতে অনুষ্ঠানস্থলে বসাকে কেন্দ্র করে আসামি তামিমের সঙ্গে তার হাতাহাতি হয়। রাত ৯টার দিকে রাজিনকে অনুষ্ঠানের মঞ্চের পেছনে নিয়ে চড় থাপ্পড় মারতে থাকে তানিম। একপর্যায়ে সাব্বির বলে আমার কাছে চাকু আছে। অনেকদিন চাকুটি রক্ত খায় না। মামলার অন্যান্য আসামিরা রাজিনের হাত চেপে ধরে। আর সাব্বির চাকুটি রাজিনের পেটে ঢুকিয়ে দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর আসামিরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রাজিনকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা বাদি হয়ে ছয় জন আসামির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। একই বছরের ১৬ ফেব্রুয়ারি খালিশপুর থানার এসআই মো. মিজানুর রহমান ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। Share this:FacebookX Related posts: খুলনায় মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড স্কুলছাত্র বাপ্পী হত্যায় একজনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন খুলনায় প্রভাষক চিত্তরঞ্জন বাইন হত্যা মামলার রায় ৯ ফেব্রুয়ারি খুলনায় প্রভাষক চিত্তরঞ্জন হত্যা মামলায় ২ আসামির ফাঁসি হত্যা মামলায় খুলনায় ২৬ জনের যাবজ্জীবন চাঁদাবাজি: অভয়নগর থানার ওসিসহ ৩ জনের মামলা পিবিআইতে খুলনায় জাতীয় ভোটার দিবস পালিত খুলনায় দিনব্যাপী নিন্ম আয়ের শ্রমজীবি পরিবারের মাঝে খাদ্য বিতরণ খুলনায় মার্কেট খোলার ২য় দিনেই লোকে লোকারণ্য! খুলনায় করোনা আক্রান্ত ১১ জনের পরিবারের পাশে যুবলীগ নেতা সাতক্ষীরার ফোর মার্ডার মামলায় রায়হানুল ৫ দিনের রিমান্ডে খুলনায় ৯২২টি পরিবারকে জমিসহ ঘর উপহার SHARES Matched Content আইন আদালত বিষয়: ১৭ আসামির দণ্ডখুলনায়স্কুলছাত্রহত্যায়