সাবেক স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদন্ড দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০২০ অনলাইন ডেস্ক : সাবেক স্ত্রীকে হত্যার দায়ে বগুড়ায় রুবেল হক (২৭) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বগুড়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার বৃহস্পতিবার দুপুরে ওই রায় ঘোষণা করেন। রায়ে জরিমানা অনাদায়ে দন্ডিত ব্যক্তিকে আরও ২ বছর কারাদন্ড ভোগেরও আদেশ দিয়েছেন। রুবেল হক শহরের ঠনঠনিয়া শাহ্পাড়া এলাকার মৃত আয়নাল হকের ছেলে। চার্জশীট দাখিলের সোয়া দুই বছরের মাথায় মামলাটির রায় ঘোষণা করা হলো। বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাডঃ আব্দুল মতিন জানান, রুবেল হকের সঙ্গে ২০১৪ সালে শহরের মালগ্রাম এলাকার বিপ্লব হোসেনের কন্যা পিংকিংর(১৯) বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এরই এক পর্যায়ে ২০১৭ সালের ১৮ আগস্ট তাদের ছাড়াছাড়ি হয়। তার পর থেকে পিংকিং তার বাবার বাড়িতেই অবস্থান করতো। ছাড়াছাড়ি হওয়ার সাড়ে ৪ মাস পর রুবেল হক মালগ্রাম এলাকায় তার সাবেক স্ত্রীর বাবার বাড়ি গিয়ে সবার অলক্ষ্যে তাকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়। তবে রুবেল হক পালিয়ে যাওয়ার সময় অন্যরা দেখে ফেলে। ওই ঘটনার পর মেয়ের বাবা বিপ্লব হোসেন বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা মামলা দায়ের করেন। Share this:FacebookX Related posts: স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি পঞ্চগড়ে হিন্দু পুরোহিতকে হত্যার দায়ে ৪ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড শিশুপুত্র হত্যার দায়ে পিতার মৃত্যুদণ্ড তাবিথ আউয়ালের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট টাঙ্গাইলে ৩ স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় দুজনের দায় স্বীকার বঙ্গবন্ধুর খুনি মাজেদের মৃত্যু পরোয়ানা জারি প্রতারণার অভিযোগ স্বীকার করেছেন শাহেদ সাহেদের জাতীয় পরিচয়পত্র স্থগিত প্রতারক সাহেদের মামলা তদন্ত করবে র্যাব স্কুলছাত্র বাপ্পী হত্যায় একজনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন ইরফান সেলিমের মামলা বিচারাধীন, এখনই মন্তব্য নয়: র্যাব ডিজি পি কে হালদারের বান্ধবী অবন্তিকা ৩ দিনের রিমান্ডে SHARES Matched Content আইন আদালত বিষয়: যাবজ্জীবন কারাদন্ডসাবেক স্ত্রীকেহত্যার দায়ে