সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ভূয়া নিয়োগ পত্রসহ দুই প্রতারক গ্রেফতার

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২০

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে বাংলাদেশ কাস্টমস্ ও বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়া নিয়োগপত্রসহ প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, সাতক্ষীরা শহরতলীর মাছখোলা গ্রামের মৃত আমির আলীর ছেলে মানদার আলী (৫৩) এবং রামচন্দ্রপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে আশরাফুজ্জামান (২৫)।

র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক এএসপি মোঃ শাহিনুর ইসলাম জানান, একটি প্রতারক চক্র বিভিন্ন সময় বিভিন্ন মানুষের চাকুরির প্রলোভন দেখিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়ে ভুয়া নিয়োগপত্র প্রদান করে যাচ্ছে। এধরণের অভিযোগের পর গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে শহরের মধ্যকাটিয়া লস্করপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মৃত মোজাম্মেল হকের বাড়ি হতে ভূয়া নিয়োগপত্রসহ উক্ত দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন মানুষের সাথে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তারা বহু মানুষের নিকট থেকে ভুয়া নিয়োগপত্র প্রদান করে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।