সাতক্ষীরা সীমান্তে মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২০

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কলারোয়া সীমান্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা ও মাদক পাচারে ব্যবহ্নত হিরো মোটর সাইকেলসহ সবুজ আলী (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সীমান্তরক্ষী বিজিবি। তাকে কলারোয়া সীমান্তের কেঁড়াগাছি ইউনিয়নের কাঁকডাঙ্গা মোড় থেকে মোটরসাইকেল ও গাঁজাসহ আটক করা হয়।

আটককৃত সবুজ আলী কাঁকডাঙ্গা গ্রামের সাপ্পার আলীর ছেলে। শনিবার সকালে কাঁকডাঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার নূর আলম জানান, তার নেতৃত্বে সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে টহলরত অবস্থায় ওই মোড় থেকে দুই কেজি গাঁজা ও মাদক পাচারকালে ব্যবহ্নত হিরো মোটরসাইকেলসহ সবুজ আলীকে আটক করা হয়।

আটককৃত মোটরসাইকেল ও গাঁজার আনুমানিক মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা। আটককৃত ব্যক্তিকে আলামতসহ মামলা দিয়ে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।