সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশের হাতে ভূয়া পুলিশ গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২০ নিজস্ব প্রতিবেদক : পুলিশ পরিচয়ে ২৫লক্ষ টাকা ছিনতায়ের অভিযোগে একাধিক মামলার আসামী শরিফ হাসানুল বান্না সুমনকে আটক করেছে সিআইডি পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুর রহমানের নেতৃত্বে সিআইডি পুলিশ পরিদর্শক শেখ মেজবাহ উদ্দীনসহ সঙ্গী ফোর্স সদর উপজেলার হরিশপুর গ্রামের একটি বাগানে অভিযান চালিয়ে তাকে আটক করে। সে সদর উপজেলা হরিশপুর গ্রামের রেজাউল করিমের পুত্র। পুলিশ জানায়, সাতক্ষীরার দেবহাটা উপজেলার আস্কারপুর গ্রামের আসমত উল্লাহর পুর আশরাফুল ইসলাম খোকনের ব্যবসায়ী প্রতিষ্ঠানে ১জানুয়ারি হতে ৩ দিনব্যাপি হালখাতা অনুষ্ঠিত হয়। ৩দিন হালাখাতা শেষে হালখাতার ২৫লক্ষ টাকা একটি প্লাস্টিকের ব্যাগে ভরে তার পিতা আসমত উল্লাহ মটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ৪জন অজ্ঞাতনামা ব্যক্তি নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে বস্তার মধ্যে কি আছে তা জানতে চান। এসময় তারা বস্তায় অবৈধ টাকা আছে দাবি করে টাকাগুলো নিয়ে দেবহাটা থানায় নিয়ে যাওয়ার কথা বলে। এতে রাজি না হলে তারা পিস্তল বের করে ভয়ভীতি প্রদর্শন করে আসমত উল্লাহ এবং চাচাতো ভাই মোহাম্মদ আলীকে মটরসাইকেলে তুলে ২৫লক্ষ টাকা ও ৩টি মোবাইল নিয়ে যায়। পরে আশরাফুল ইসলাম খোকনসহ কয়েকজন ব্যক্তি দেবহাটায় গিয়ে কাউকে পাননি। পরবর্তীতে খোকনের পিতা আসমত উল্লাহ ও মোহাম্মাদ আলীকে নির্জন স্থানে মটরসাইকেল থেকে নামিয়ে দিয়ে টাকা ও মোবাইল সেট নিয়ে চলে যায়। এরপর বিভিন্ন স্থানে খোজ খবর নিয়ে তারা জানতে পারে উল্লেখিত ব্যক্তিরা পুলিশ নয়, তারা পুলিশ বেশে ডাকাত দল। এঘটনায় ৪ জানুয়ারি দেবহাটায় অজ্ঞাত ৪ ব্যক্তির বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন। যার নং-০১, তাং-০৪ জানুয়ারি। এঘটনায় দেবহাটা থানা পুলিশ অভিযান চালিয়ে মান্নান গাজীর বাড়ীতে থেকে লুণ্ঠিত ৩টি মোবাইলসহ ছিনতাই কাজে ব্যবহৃত ২টি মটরসাইকেল জব্দ করেন। সে সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে আসামী শরিফ হাসানুল বান্না সুমন পালিয়ে যায়। পরে মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়। পুলিশ আরো জানায়, শরিফ হাসানুল বান্না সুমন পুলিশ না হয়েও পুলিশের পোশাক পরিধান করে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। Share this:FacebookX Related posts: সাতক্ষীরার অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় র্যাবের অভিযানে ভূয়া নিয়োগ পত্রসহ দুই প্রতারক গ্রেফতার সাতক্ষীরায় এসএসসি পরীক্ষার ‘প্রশ্ন ফাঁস চক্রের সদস্য’ আটক সাতক্ষীরা পৌরসভার জলাবদ্ধতা নিরসনে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা সীমান্তে মাদক ব্যবসায়ী আটক সাতক্ষীরা জেলা আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা খুলনা সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্নপূরী স্কুলে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন যে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকই একমাত্র ভরসা! মেহেরপুরে গাংনী পৌরসভার বাজেট ঘোষনা দীর্ঘ চার বছরেও নির্মাণ হয়নি জনগুরুত্বপূর্ণ ব্রীজের এ্যাপোচ সুন্দরবন থেকে ১৫ কেজি হরিণের মাংস, ৪টি পা ও মাথা উদ্ধার ঝিনাইদহে চোরাই মোটরসাইকেলসহ ভুয়া পুলিশ সদস্য আটক SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: গোয়েন্দা পুলিশভূয়া পুলিশ গ্রেফতারসাতক্ষীরা