কঠোর স্বাস্থ্যবিধি মানার প্রতিশ্রুতিতে চালু হচ্ছে বাংলাবান্ধা স্থলবন্দর

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, জুন ১১, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : বৈশ্বিক মহামারি করোনাভাইরাস এর কারণে বন্ধ হয়ে থাকা বাংলাবান্ধা স্থলবন্দর আগামী শনিবার চালু হচ্ছে। কঠোর স্বাস্থ্যবিধি মানার প্রতিশ্রুতি দিয়েছে আমদানি-রপ্তানিকারক অ‌্যাসোসিয়েশন।

১১ জুন (বৃহস্পতিবার) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর চালুর ব্যাপারে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। বাংলাবান্ধা স্থলবন্দর কার্যালয়ে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন,পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার সাদাত সম্রাট, আমদানি রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা, স্থল বন্দরের ব্যবস্থাপক কাজী আল তারিকসহ বন্দর সংশ্লিষ্টরা।

সভায় আগামী শনিবার থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বাংলাবান্ধা স্থলবন্দর চালুর সিদ্ধান্ত হয়। বলা হয়েছে, বন্দরের কার্যক্রমে কঠোর স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হবে। উলেখ্য, করোনা পরিস্থিতির কারণে গত ২৫ মার্চ থেকে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে।