‘আমি ব্রিটিশ বাংলাদেশি হলেও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, মে ৮, ২০২২ নিউজ ডেস্ক : লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার, বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ আহবাব হোসেনকে সংবর্ধনা দিয়েছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। শনিবার (৭ মে) বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি সিলেটের বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন। সংবর্ধনার জবাবে লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোহাম্মদ আহবাব হোসেন বলেন, আমি ব্রিটিশ বাংলাদেশি হলেও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। স্কুলজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছি। এখানে আমার ছাত্রলীগের সহযোদ্ধারা রয়েছেন। জাকির, নিজামসহ আমরা অনেকেই ছাত্রলীগের রাজনীতি করতে গিয়ে বারবার পুলিশি নির্যাতনের শিকার হয়েছি। তবুও বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি থেকে বিচ্যুতি হইনি। প্রবাস জীবনেও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার কথা জানিয়ে স্পিকার বলেন, বঙ্গবন্ধুর গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও ওতোপ্রোতভাবে জড়িত আছি। শফিক ভাইয়েরা যখন লন্ডনে যেতেন তখন আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বিভিন্ন আলোচনা করতাম। এক মুহূর্তের জন্য আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে যাইনি। গত বছর আমরা লন্ডনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করেছি যা ইতিহাস সৃষ্টি করেছে। যদিও আমি টাওয়ার হ্যামলেটসের স্পিকার তবুও বঙ্গবন্ধু, জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ অন্তরে রয়েছে। তিনি আরও বলেন, প্রবাসীরাও বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং অর্থনীতিকে শক্তিশালী করছেন। তাদের অবদানও কম নয়। বিশেষ করে সিলেটিদের অবদান অবিস্মরণীয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর লন্ডন অ্যাসেম্বলি সদস্য উমেশ দেশাই, লন্ডন চা বিনিময়কারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ অলিউর রহমান, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ শাহিদুল আলম রতন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করিম নাজিম। Share this:FacebookX Related posts: কেন্দ্রীয় আওয়ামী লীগকে স্বাগত জানাতে মুকসুদপুরে নেতা কর্মীর সমাবেশ মির্জাপুর ক্যাডেট কলেজের সাবেক ক্যাডেটবৃন্দের ১৩তম পুনর্মিলনী অনুষ্ঠিত পুলিশ পরিচয়ে ইয়াবা ব্যবসা, পুলিশের হাতেই আটক! গোপালগঞ্জে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মাছ ব্যবসায়ী নিহত টাঙ্গাইলের সব নদীতে পানি বাড়ছে, অর্ধশত গ্রাম প্লাবিত কোটালীপাড়ায় ছাত্রীদের অনৈতিক প্রস্তাব, শিক্ষক বহিস্কার রাজধানীতে চার ছিনতাইকারীকে আটক সুদের টাকা না দেওয়ায় মা-মেয়েকে গাছে বেঁধে নির্যাতন ফরিদপুরে ৪ ব্যবসায়ীকে ভ্রামমাণ আদালতে ৩৩ হাজার টাকা জরিমানা ফরিদপুরে লকডাউনের দ্বিতীয় দিনে মানুষের উপস্থিতি কম লালবাগে কারণ ছাড়া রাস্তায় বের হওয়ায় আটক ৮০ সালথায় গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: আমিবঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ব্রিটিশ বাংলাদেশি হলেও