​নীলফামারীতে জাতীয় হিন্দু মহাজোট ও ছাত্র মহাজোটের বিক্ষোভ ও মশাল মিছিল

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২১

অনলাইন ডেস্ক : সারাদেশে প্রতিমা ভাংচুর এবং হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও ছাত্র মহাজোট নীলফামারী সদর ও জেলা শাখা বিক্ষোভ ও মশাল মিছিল কর্মসূচী পালন করেছে।
স্থানীয় চৌরঙ্গী মোড়স্থ স্মৃতি অম্লান পাদদেশে বিক্ষোভ কর্মসূচী পালন শেষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নীলফামারী জেলা শাখার সভাপতি জুয়েল রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র রায়, ছাত্র মহাজোটের আহবায়ক টুটুল রায়, মানবাধিকার সম্পাদক অনীল চন্দ্র রায় প্রমূখ। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।

বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।