বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০ অনলাইন ডেস্ক : লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার সকাল ৭টার দিকে উপজেলার আমঝোল সীমান্তে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার পূর্ব আমঝোল গ্রামের সুরুজ (১৫) ও একই এলাকার সুরুজ মিয়া (৩২)। বিজিবি ও স্থানীয়রা জানান, বুধবার ভোরে ওই সীমান্ত দিয়ে চোরাই পথে গরু আনতে ভারতে যায় বাংলাদেশি গরু পাচারকারীদের একটি দল। সকাল ৭টার দিকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলারের কাছে ১০০ বিএসএফ ব্যাটালিয়নের পাগলীমারী ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে সুরুজ নিহত হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় আহত সুরুজ মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। পরবর্তীতে তার লাশ বাড়িতে আনা হয়। লালমনিরহাট ১৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এস এম তৌহিদুল আলম এবং গোতামারী ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম সাবু ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। Share this:FacebookX Related posts: পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত বিএসএফ’র ধাওয়ায় বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত আটকের ৯ ঘন্টা পর বাংলাদেশি যুবককে ফেরত দিলো বিএসএফ কুড়িগ্রামের ২ বাংলাদেশি শ্রমিককে আটক করেছে বিএসএফ গাইবান্ধায় শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বই মেলা শুরু পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ১৩টি ঘরবাড়ি পুড়ে ছাই পঞ্চগড়ে ইমাম-মুয়াজ্জিনদের খাদ্য সহায়তা প্রদান উলিপুরে ট্রাক ড্রাইভারকে ১০ হাজার টাকা জরিমানা ফেনসিডিলসহ দুই নারী আটক পঞ্চগড় জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন SHARES Matched Content দেশের খবর বিষয়: গুলিদুই বাংলাদেশি নিহতবিএসএফ