কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদনে রাজারহাটে আনন্দ র‌্যালি

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০

অনলাইন ডেস্ক : শনিবার সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা ছাত্রলীগ ও যুবলীগ পৃথক পৃথক আনন্দ র‌্যালি ও শোভাযাত্রা বের করে।

রাজারহাট সোনালী ব্যাংক চত্বর থেকে ওই দু’টি সংগঠনের র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আবারো সোনালী ব্যাংক চত্বরে একত্রিত হয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ইমতিয়াজ আহম্মেদ এন্তাজুল, সুমন কুমার রায়, রাজারহাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক, যুবলীগ নেতা মোঃ মোশারফ হোসেন প্রমূখ।

উল্লেখ্য, সোমবার (২১ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। এই অঞ্চলের মানুষদের কৃষি ও সার্বিক অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে বলে উল্লেখ করা হয়।