করোনায় আরো ৫ মৃত্যু, শনাক্ত ২২১ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২১ অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯১২ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২২১ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭২ হাজার ১২৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২১৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৬ হাজার ১১১ জন। গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ২৮২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ২৩১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২৮ শতাংশ। এ পর্যন্ত মোট ১ কোটি ৫ লাখ ৬২ হাজার ৭০৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৮৮ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ৫ জনই পুরুষ। এ সময়ে ঢাকা ও চট্টগ্রামে ২ জন করে ও খুলনায় ১ জন মারা গেছেন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। Share this:FacebookX Related posts: দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ করোনায় অ্যান্টিবায়োটিক প্রয়োগ মৃত্যু হার বাড়াবে: ডব্লিউএইচও করোনায় মৃত্যুর মিছিলে আরও ৩৫ জন, নতুন শনাক্ত ২৪২৩ করোনায় নতুন মৃত্যু ৩২, শনাক্ত ২১৩১ করোনায় মৃত্যুর মিছিলে আরও ৩৫ জন করোনায় মৃত্যু ৩২, শনাক্ত ১৩৫৫ করোনায় দেশে আরও ১৩ জনের মৃত্যু করোনায় মৃত্যু ২২, শনাক্ত ২৬১ করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে করোনায় মৃত্যু ৩৭, শনাক্ত ১৬০৮ করোনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্ত করোনায় কমেছে মৃত্যু, নতুন শনাক্ত ১৬৩৭ SHARES Matched Content জাতীয় বিষয়: আরো ৫ মৃত্যুকরোনায়শনাক্ত ২২১